• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

যুদ্ধবিধ্বস্ত লিবিয়ায় অবশেষে অস্ত্রবিরতি ঘোষণা

  আন্তর্জাতিক ডেস্ক

২৩ আগস্ট ২০২০, ০৮:৫৯
যুদ্ধবিধ্বস্ত লিবিয়ায় অবশেষে অস্ত্রবিরতি ঘোষণা
লিবিয়ায় রকেট হামলা চালানো হচ্ছে (ছবি : প্রতীকী)

আফ্রিকার উত্তরাঞ্চলীয় দেশ লিবিয়ায় যৌথভাবে অস্ত্রবিরতির ঘোষণা করেছে জাতিসংঘ সমর্থিত সরকার এবং বিদ্রোহী খলিফা হাফতারের নিয়ন্ত্রিত বাহিনী। গত মার্চে আগাম জাতীয় ও প্রেসিডেন্ট নির্বাচনেরও প্রস্তাব দিয়েছে ত্রিপলি-ভিত্তিক জিএনএ (GNA) সরকার।

শুক্রবার (২১ আগস্ট) বিবৃতির মাধ্যমে আহ্বান জানানো হয়, সিরতে শহর নিরস্ত্রীকরণের। বর্তমানে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহরটি নিয়ন্ত্রণ করছে হাফতার বাহিনী।

পৃথক বিবৃতিতে অস্ত্রবিরতিতে সমর্থন জানিয়ে বাহিনীর মুখপাত্র জানান, নতুন প্রেসিডেনসিয়াল কাউন্সিলের একটি অস্থায়ী আসন হবে সিরতে। যার নিরাপত্তায় থাকবে বিশেষ ব্যবস্থা। উভয় পক্ষের এ সহাবস্থানকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। আহ্বান জানিয়েছে, লিবিয়া থেকে বিদেশি সেনা, ঘাঁটি আর অস্ত্র সরিয়ে নেওয়ার।

আরও পড়ুন : গাজায় ইসরায়েলি বিমান হামলার রোমহর্ষক ভিডিও প্রকাশ

২০১৪ সাল থেকে লিবিয়ার প্রতিদ্বন্দ্বী দুটি গ্রুপ অপরকে উৎখাত করার জন্য সশস্ত্র সংগ্রাম চালাচ্ছে। সেখানে এক পক্ষে রয়েছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত লিবিয়ার জাতীয় সরকার আর অন্য পক্ষে রয়েছে পূর্বাঞ্চলীয় তবরুক শহরভিত্তিক জেনারেল খলিফা হাফতারের বাহিনী।

আরও পড়ুন : ইসরায়েলি ভঙ্গিতে সীমান্ত পেরিয়ে দুই ইরানিকে হত্যা করেছে আমিরাত

সংযুক্ত আরব আমিরাত, মিশর, রাশিয়া, জর্ডান থেকে সহযোগিতা পাচ্ছেন খলিফা হাফতার। অন্যদিকে, ত্রিপোলিভিত্তিক সরকারের পেছনে রয়েছে তুরস্ক।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড