• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিধ্বংসী লেজার ক্ষেপণাস্ত্র প্রকাশ্যে আনল ইরান

  আন্তর্জাতিক ডেস্ক

১৮ আগস্ট ২০২০, ১১:৫৯
বিধ্বংসী লেজার ক্ষেপণাস্ত্র প্রকাশ্যে আনল ইরান
ইরানের অত্যাধুনিক লেজার গাইডেড ক্ষেপণাস্ত্র (ছবি : প্রতীকী)

শত্রুপক্ষকে চোখের পলকে ধ্বংস করে দিতে অত্যাধুনিক লেজার গাইডেড ক্ষেপণাস্ত্র প্রকাশ্যে এনেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। সম্প্রতি দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল হোসেইন সালামির উপস্থিতিতে ভয়ঙ্কর এই ক্ষেপণাস্ত্রের উদ্বোধন করা হয়।

ইরানি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, এবার জেনারেল সালামি আইআরজিসির হেলিকপ্টার পরিচালনা বিষয়ক ঘাঁটি ‘ফাতহ’ পরিদর্শন করেন। মূলত সেখানেই সামরিক বাহিনীর বিভিন্ন সফলতা পরিদর্শনের পাশাপাশি তিনি এই লেজার গাইডেড ক্ষেপণাস্ত্রটি উন্মোচন করেন।

বিপ্লবী গার্ডের বর্তমান প্রধান বলেন, আইআরজিসির পদাতিক ইউনিটের অধীনে পরিচালিত হেলিকপ্টার বিভাগ নানা ক্ষেত্রে ব্যাপক সাফল্য অর্জন করেছে। বিশেষকরে তারা এখন হেলিকপ্টারে যন্ত্রাংশ তৈরি এবং হেলিকপ্টার আধুনিকায়নে স্বনির্ভর।

আরও পড়ুন : সামরিক শক্তিতে ইসরায়েলকে ধ্বংস করতে পারবে তুরস্ক?

হেলিকপ্টারের যন্ত্রাংশ ও হেলিকপ্টার আধুনিকায়নের সব কিছুই ইরানি বিশেষজ্ঞদের মাধ্যমে হচ্ছে বলে দাবি তার। এ সময় তিনি জেনারেল সোলাইমানি হত্যার কঠিন বদলা নেওয়ার কথাও পুনরাবৃত্তি করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড