• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইয়েমেনে হুথিদের ক্ষেপণাস্ত্রের আঘাতে ১১ সেনা নিহত

  আন্তর্জাতিক ডেস্ক

১৮ আগস্ট ২০২০, ১০:৫৪
ইয়েমেনে হুথিদের ক্ষেপণাস্ত্রের আঘাতে ১১ সেনা নিহত
ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে (ছবি : প্রতীকী)

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র ইয়েমেনের রাজধানী সানার উত্তর-পূর্বাঞ্চলের ইরান সমর্থিত শিয়াপন্থি হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলা ও তাদের সঙ্গে সংঘাতে এক জ্যেষ্ঠ কর্মকর্তাসহ দেশটির সরকারি বাহিনীর অন্তত ১১ সেনার প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছেন বাহিনীর আরও কিছু সদস্য।

সোমবার (১৭ আগস্ট) সামরিক ও হাসপাতাল সূত্রের বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রবিবার (১৬ আগস্ট) বেদখল হয়ে যাওয়া এলাকা উদ্ধারের জন্য আল-জাউফ প্রদেশে হুথি বিদ্রোহীদের মুখোমুখি হয় দেশটির সেনাবাহিনী।

এ সময় বিদ্রোহীদের ছোঁড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ১২২ বিগ্রেডের কমান্ডার জেনারেল মোহাম্মদ আলি রোকনসহ ১১ সেনা সদস্য নিহত হন।

আরও পড়ুন : সিরিয়ায় মার্কিন হেলিকপ্টার থেকে গোলাবর্ষণের রোমহর্ষক ভিডিও প্রকাশ

সামরিক সূত্র জানায়, এবারের সংঘাতে বিদ্রোহী বাহিনীটিরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও তাদের ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের সংখ্যা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

আরও পড়ুন : আমিরাতের পর এবার সৌদির দিকে নজর ইসরায়েলের

বিশ্লেষকদের মতে, চলতি বছরের শুরুর দিকে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা আল জাউফ প্রদেশের উত্তরাঞ্চল দখলে নেয়। কৌশলগত এলাকাটির দখল নিয়ে এখন মারিব প্রদেশের খনি থেকে তেল উত্তোলন হুমকিতে ফেলেছে।

আরও পড়ুন : সামরিক শক্তিতে ইসরায়েলকে ধ্বংস করতে পারবে তুরস্ক?

উল্লেখ্য, ইয়েমেনে এখন পর্যন্ত ১ হাজার ১৮ জন মানুষের শরীরে প্রাণঘাতী করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। এতে মারা গেছেন ৫৩০ জন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড