• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

আটক অর্থ ফেরত আনতে আইনি ব্যবস্থা নিবে ইরান

  আন্তর্জাতিক ডেস্ক

১২ আগস্ট ২০২০, ১৫:২২
আটক অর্থ ফেরত আনতে আইনি ব্যবস্থা নিবে ইরান
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি (ছবি : সিএনবিসি)

বিদেশে আটকে থাকা অর্থ ফেরত আনার জন্য সম্ভাব্য সকল উপায় অবলম্বনের ঘোষণা দিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, যেসব দেশ আমেরিকার সরাসরি চাপের কাছে নতিস্বীকার করে বেআইনিভাবে ইরানি অর্থ আটকে রেখেছে প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও গ্রহণ করা হবে।

সোমবার (১০ আগস্ট) জাওয়াদ জারিফ ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনাকে দেওয়া সাক্ষাৎকারে মন্তব্যটি করেন।

বিদেশি ব্যাংকে আটকে থাকে অর্থ ফেরত আনার জন্য ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ পর্যন্ত কী ব্যবস্থা নিয়েছে? এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জারিফ বলেছেন, বিভিন্ন দেশের কাছ থেকে নগদ অর্থ না এনে পণ্য আনা অথবা বার্টার পদ্ধতিতে অর্থ ফেরত আনাসহ নানা রকমের পদ্ধতি রয়েছে।

আরও পড়ুন : মধ্যপ্রাচ্যে হামলা চালানোর চেয়ে ঠেকাতেই ব্যস্ত মার্কিন সেনারা!

ইরান গত কয়েক বছর ধরে এসব পদ্ধতি অবলম্বন করেছে এবং ভবিষ্যতেও এসব পদ্ধতি অবলম্বন করা অব্যাহত থাকবে।

আরও পড়ুন : যেভাবে রুশ যুদ্ধবিমানের ধাওয়া খেয়ে পালাল মার্কিন বোমারু বিমান

জাওয়াদ জারিফ বলেন, আটকে থাকা অর্থ ফেরত জন্য চেষ্টা করছি আমরা এবং যদি প্রয়োজন হয় তাহলে আমরা আইনি ব্যবস্থা নিতেও দ্বিধা করব না।

সূত্র : পার্সটুডে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড