• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

যুক্তরাষ্ট্র কখনো পরমাণু অস্ত্র ধ্বংস করবে না, দাবি ইরানের

  আন্তর্জাতিক ডেস্ক

১২ আগস্ট ২০২০, ১৪:৩৫
যুক্তরাষ্ট্র কখনো পরমাণু অস্ত্র ধ্বংস করবে না, দাবি ইরানের
পরমাণু বোমা হামলা চালানো হচ্ছে (ছবি : প্রতীকী)

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়দ আব্বাস মুসাভি সম্প্রতি পরমাণু অস্ত্র ধ্বংস করা ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রকে কটাক্ষ করেছেন। তিনি বলেন, যেখানে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে ভয়াবহ বোমা হামলায় জড়িত ছিল যুক্তরাষ্ট্র। আজ তারাই কিনা পরমাণু অস্ত্র ধ্বংসের কথা বলছে।

তার অভিযোগ, বিশ্বে কেউ পরমাণু দিয়ে বোমা হামলা চালায়নি। এক্ষেত্রে আমেরিকা একবার নয় বরং দুইবার এমন নৃশংস ঘটনা ঘটিয়েছে। সেই মার্কিন প্রশাসন গণবিধ্বংসী অস্ত্র ধ্বংসের কথা বলায় এখন বিষয়টি অনেকটা হাস্যকর লাগছে।

সাইয়দ আব্বাস মুসাভি সম্প্রতি তার ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টে দেওয়া পোস্টে এসব কথা বলেছেন। তিনি বলেন, হিরোশিমা ও নাগাসাকির লোকজনের মনে এখনো মার্কিন অ্যাটম বোমা হামলার স্মৃতি আতঙ্ক রয়ে গেছে।

আরও পড়ুন : তুরস্কের ড্রোন হামলায় ইরাকের দুই সামরিক কর্মকর্তা নিহত

এর আগে ইরানের‌ বিদেশমন্ত্রী মোহম্মদ জাওয়াদ জারিফ জাপানের উপর মার্কিন পরমাণু বোমা হামলার ৭৫তম বার্ষিকী উপলক্ষে কথা বলেন। তিনি মন্তব্য করেন, আমেরিকা ও ইসরায়েলের পরমাণু অস্ত্র গোটা মধ্যপ্রাচ্যের জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড