• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

উত্তেজনা বাড়িয়ে গ্রিস উপকূলে সামরিক মহড়া চালাল তুরস্ক

  আন্তর্জাতিক ডেস্ক

১২ আগস্ট ২০২০, ১৩:২৩
উত্তেজনা বাড়িয়ে গ্রিস উপকূলে সামরিক মহড়া চালাল তুরস্ক
গ্রিস উপকূলে সামরিক মহড়া চালাচ্ছে তুরস্কের নৌবাহিনী (ছবি : আনাদলু এজেন্সি)

গ্রিসের দুটি দ্বীপের কাছে নৌবাহিনীর মহড়া চালিয়েছে তুরস্ক। এছাড়া গ্রিসের উপকূলের কাছে বিতর্কিত এলাকায় তুরস্ক আবারও তেল-গ্যাসের অনুসন্ধান কাজ শুরুর ঘোষণা দিয়েছে।

বিশ্লেষকদের মতে, তুরস্কের ঘোষণায় এথেন্স এবং আঙ্কারার মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। তুরস্ক ও গ্রিস দুদেশই মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সদস্য হলেও উভয় দেশের মধ্যে বিবাদের দীর্ঘ ইতিহাস রয়েছে।

তুরস্ক গ্রিসের দুটি দ্বীপের কাছে দুইদিনব্যাপী নৌ মহড়া চালিয়ে মূলত এ হুঁশিয়ারি দিয়েছে যে, সম্প্রতি মিশরের সঙ্গে গ্রিস যে চুক্তি করেছে আংকারা তা বেনে নেবে না।

আরও পড়ুন : তুরস্কের ড্রোন হামলায় ইরাকের দুই সামরিক কর্মকর্তা নিহত

পূর্ব ভূমধ্যসাগরে মিশর এবং সাইপ্রাস বড় জ্বালানি খনির সন্ধান পেয়েছে। এরপর তুরস্ক ওই এলাকায় প্রাকৃতিক সম্পদের খোঁজ পাওয়ার জন্য অতিমাত্রায় তৎপর হয়ে উঠেছে। এতে পূর্ব ভূমধ্যসাগর অনেকটা উত্তপ্ত ময়দানে পরিণত হয়েছে।

আরও পড়ুন : বিস্ফোরণে বিধ্বস্ত লেবাননকে যুদ্ধের হুঁশিয়ারি দিল ইসরায়েল

জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের অনুরোধে কিছুদিন আগে ওই এলাকায় অনুসন্ধান কাজ স্থগিত রেখেছিল তুরস্ক। যদিও মিশর ও গ্রিস ভূমধ্যসাগরের এ এলাকায় তেল-গ্যাস অনুসন্ধানের বিষয়ে একটি চুক্তি করার পর তুরস্ক আবার অনুসন্ধান কাজ শুরু করবে বলে ঘোষণা দিয়েছে।

সূত্র : পার্সটুডে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড