• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাক গোয়েন্দাদের ‘উইপোকা’ বলে হুমকির মুখে আফগানিস্তান!

  আন্তর্জাতিক ডেস্ক

১২ আগস্ট ২০২০, ১০:০৩
পাক গোয়েন্দাদের ‘উইপোকা’ বলে হুমকির মুখে আফগানিস্তান!
পাকিস্তান ও আফগান সেনাদের গোপন বৈঠক (ছবি : দ্য ডন)

পাকিস্তান গোয়েন্দা সংস্থার ধীরগতির কারণে তাদের উইপোকার সঙ্গে তুলনা করেছেন প্রতিবেশী আফগানিস্তানের সাবেক গোয়েন্দা প্রধান রহমাতউল্লাহ নাবিল। তিনি বলেছিলেন, পাক গোয়েন্দাদের এমন আচরণ আফগানিস্তানের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলেছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব মন্তব্য করেন। তিনি পাকিস্তান গোয়েন্দা সংস্থা আইএসআইকে নানা কারণ দেখিয়ে শতভাগ সন্ত্রাস বিরোধী বলতে নারাজ।

সাক্ষাৎকারে আফগান সাবেক এই গোয়েন্দা প্রধান বলেন, পাক গোয়েন্দা বাহিনীর কাজের গতি অনেক কম। দুদেশের গোয়েন্দাদের এক সঙ্গে মিলে জঙ্গিবাদ ও সন্ত্রাসের সঙ্গে লড়াই করার কথা ছিল। যদিও উইপোকার মতো কাজ করছে তারা। তাদের এমন আচরণে হুমকির মুখে পড়েছে আফগানিস্তান।

আরও পড়ুন : চীনে হামলা চালাতে পুরনো রাফাল বিমান কিনেছে ভারত!

নাবিলের মতে, পাকিস্তান গোয়েন্দারা আফগানিস্তানের সন্ত্রাসবিরোধী সিস্টেমগুলো ধ্বংস করছে। আর এ জন্য দায় অবশ্যই পাক গোয়েন্দাদের নিতে হবে। এতে প্রমাণ হয় যে, আফগান জনগণ জঙ্গিদের সঙ্গে সম্পৃক্ত নয়।

আরও পড়ুন : চীনের টাকা দিয়ে সৌদির ঋণ শোধ করল পাকিস্তান

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদ বিরোধী কার্যক্রম নিয়ে এগিয়ে এসেছে। আর পাক বাহিনী তা প্রত্যাহার করছে। এর ফলে মৃত্যুর মুখে দাঁড়িয়েছে আফগান জনগণ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড