• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

তালিবান বন্দিদের মুক্তির ডিক্রিতে স্বাক্ষর আফগান প্রেসিডেন্টের

  আন্তর্জাতিক ডেস্ক

১১ আগস্ট ২০২০, ১২:০৬
তালিবান বন্দিদের মুক্তির ডিক্রিতে স্বাক্ষর আফগান প্রেসিডেন্টের
সরকারি সেনাদের হাতে আটক তালিবান যোদ্ধারা (ছবি : আল-জাজিরা)

আফগানিস্তানের সশস্ত্র বিদ্রোহী সংগঠন তালিবানের সর্বশেষ বন্দি দলকে মুক্তি দেওয়ার ডিক্রিতে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট আশরাফ গনি। তালিবানের এসব সদস্য ছিল অত্যন্ত উগ্র এবং বোমা হামলা ও হত্যাকাণ্ড ঘটানোর ব্যাপারে শীর্ষ নেতৃত্বের নির্দেশনার প্রতি একান্ত অনুগত।

তালিবানের এসব বন্দির মুক্তির ডিগ্রিতে প্রেসিডেন্টের স্বাক্ষরের পরও বিষয়টি নিয়ে কিছুটা চিন্তিত রয়েছে কাবুল। সোমবার (১০ আগস্ট) শেষ বেলায় প্রেসিডেন্ট আশরাফ গনি চূড়ান্তভাবে ৪০০ বন্দিকে মুক্তি দেওয়ার নির্দেশ দেন। প্রেসিডেন্টের দপ্তরের একটি সূত্র ডিগ্রিতে সই করার কথা নিশ্চিত করেছেন।

আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জাভিদ ফয়সাল জানান, আগামী দুই দিনের মধ্যে তালিবানের এসব বন্দিকে মুক্তি দেওয়ার কাজ শুরু করবে আফগান সরকার। প্রেসিডেন্ট আশরাফ গণি সরকারের এই পদক্ষেপের মাধ্যমে দীর্ঘ প্রতীক্ষিত শান্তি প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন : হোয়াইট হাউসের বাইরে গোলাগুলি দেখে পালালেন ট্রাম্প

আফগান সরকারের একটি সূত্র জানিয়েছে, আগামী বুধবার (১২ আগস্ট) তাদের একটি প্রতিনিধিদল কাতারের রাজধানী দোহা সফর করবে এবং রবিবার (১৬ আগস্ট) থেকে শান্তি আলোচনা শুরু হবে।

সূত্র : পার্সটুডে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড