• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

এবার যুক্তরাষ্ট্রে বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা

  আন্তর্জাতিক ডেস্ক

১০ আগস্ট ২০২০, ২৩:৫২
করোনা
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরের একটি বাড়িতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত একজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তিন জনকে। এছাড়া বিস্ফোরণে অনেকে আটকা পড়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

বাল্টিমোর শহর অগ্নিনির্বাপণ বিভাগের জনসংযোগ কর্মকর্তা এই বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছেন। বিস্ফোরণে এক নারীর মৃত্যু ছাড়াও শিশুসহ আরও অনেক মানুষ আটকা পড়েছে বলে এক টুইট বার্তায় জানিয়েছে অগ্নিনির্বাপণ কর্মীদের স্থানীয় একটি ইউনিয়ন। তার ঘটনার একটি ভিডিও পোস্ট করেছে।

ওই ভিডিওতে দেখা যাচ্ছে, দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো মানুষজন বিস্ফোরণে বিধ্বস্ত বাড়ির ভাঙাচোরা অংশের মধ্যে আটকাপড়াদের খোঁজ করছেন। অগ্নিনির্বাপণকর্মীরা তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। যাদের অবস্থা আশঙ্কাজনক। উদ্ধার অভিযান চালাচ্ছে বাল্টিমোরের বিশেষ উদ্ধারকারী দল।

ওডি/

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড