• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

কাশ্মীরে সেনা অভিযানে লস্কর-ই-তৈয়বার ৬ সদস্য গ্রেপ্তার

  আন্তর্জাতিক ডেস্ক

১০ আগস্ট ২০২০, ১৫:৫৩
কাশ্মীরে সেনা অভিযানে লস্কর-ই-তৈয়বার ৬ সদস্য গ্রেপ্তার
কাশ্মীরে সামরিক অভিযান চলছে (ছবি : প্রতীকী)

ভূস্বর্গ খেত ভারতের জম্মু-কাশ্মীরে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শনিবার (৮ আগস্ট) জম্মু-কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্ৰুপ (এসওজি) এই পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে। যদিও এর আগেই একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। মূলত তার তথ্যের ভিত্তিতে এবার অভিযানটি চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- তৌকির আহমেদ ভাট, আসিফ ভাট, খালিদ লতিফ ভাট, গাজী ইকবাল ও তারিক হুসেন মীর। খবর ইন্ডিয়া ন্যারেটিভের

তারা পাকিস্তান সমর্থিত লস্কর-ই-তৈয়বার হয়ে কাজ করত বলে জানা গেছে। জম্মু-কাশ্মীরে সন্ত্রাস তহবিল মামলার তদন্তে এই অভিযান চালানো হয়।

আরও পড়ুন : ভুলে নিজেদের ড্রোন ভূপাতিত করল ইসরায়েল

পুলিশ সূত্রে জানা যায়, জম্মুতে সন্ত্রাস অর্থায়নকারী নেটওয়ার্ক লস্কর-ই-তৈয়বাকে সহায়তা করছে বলে খবর পাওয়া যায়। গত ১৯ জুলাই জম্মু-কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্ৰুপ জম্মুর মুদাসির ফারুক ভাটকে গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তার বয়ানের ভিত্তিতে ওই চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন : চাঞ্চল্যকর তথ্য ফাঁস, কানাডাতেও ঘাতক বাহিনী পাঠিয়েছেন সালমান

কাশ্মীর পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজি) মুকেশ সিং জানান, স্বাধীনতা দিবসের আগে জম্মু-কাশ্মীরে এটি বড় সাফল্য। সন্ত্রাসবাদে অর্থ জোগানো একটি চক্রের পর্দা ফাঁস করেছে নিরাপত্তাবাহিনী।

আরও পড়ুন : সীমান্তে চীনের ১৫ হাজার সেনা, উদ্বিগ্ন ভারত

জম্মু-কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্ৰুপ তাদের কাছ থেকে সাড়ে ১২ লাখ টাকা উদ্ধার করেছে। তারা সন্ত্রাস-সংক্রান্ত কিছু কর্মকাণ্ডের জন্য অমৃতসরের আটারি সীমান্ত থেকে এই পরিমাণ টাকা সংগ্ৰহ করে বলেও জানা যায়। বিষয়টির তদন্ত করা হচ্ছে বলে জানান মুকেশ।

আরও পড়ুন : গাজায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

তিনি আরও জানান, ৫ ও ১৫ আগস্টে তারা কোনো পরিকল্পনা করছিল কিনা সেই বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই আমাদের কাছে। তবে তারা পুনরায় সন্ত্রাস ছড়ানোর জন্য ভবিষ্যতে আরও বড় কোনো পরিকল্পনা করার চেষ্টায় ছিল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড