• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

গাজায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

  আন্তর্জাতিক ডেস্ক

১০ আগস্ট ২০২০, ১২:১০
গাজায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল
বিমান হামলা চালানো হচ্ছে (ছবি : প্রতীকী)

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন করে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েল। গাজা উপত্যকার উত্তরাঞ্চলে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের বেশ কয়েকটি অবস্থান লক্ষ্য করে এই বিমান হামলা চালানো হয়েছে বলে দাবি তেল আবিবের।

ইসরায়েলি বাহিনী বলছে, রবিবার (৯ আগস্ট) গাজা উপত্যকা থেকে দুটি আগুনে বেলুন ইসরায়েলের ভেতরে বিস্ফোরিত হওয়ার পর বিমান হামলাটি চালানো হয়। ইসরায়েলের ভেতরে আগুনে বেলুন পাঠানোর জন্য হামাসকে দায়ী করেছে তেল আবিব।

গত রাতের হামলার কয়েক ঘণ্টা আগে ইহুদিবাদী ইসরায়েলের সামরিক বাহিনী গাজার মধ্যাঞ্চলে হামাসের কয়েকটি অবস্থানে ট্যাংক থেকে গোলা বর্ষণ করে। এর আগে একই দিন বিকালে ইসরায়েলের সেনারা দেইর আল-বালা শহরে হামলা চালায়।

আরও পড়ুন : ভুলে নিজেদের ড্রোন ভূপাতিত করল ইসরায়েল

ইহুদি বাহিনীর দাবি, হামাসের পক্ষ থেকে দেইর আল-বালা শহরের কাছাকাছি ইসরায়েলি সেনা অবস্থানে হামলা চালানোর জবাব হিসেবে তারা হামাসের অবস্থানে ট্যাংক থেকে গোলা বর্ষণ করে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড