• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাকিস্তানের নতুন ম্যাপের ওয়েবসাইটে নেই ভারত

  আন্তর্জাতিক ডেস্ক

০৯ আগস্ট ২০২০, ১২:২৭
পাকিস্তানের নতুন ম্যাপের ওয়েবসাইটে নেই ভারত
পাক-ভারতের সেনা সদস্যরা (ছবি : প্রতীকী)

দ্বিচারিতার পুরনো অভ্যাসে রয়েছে পাকিস্তান। কিছুদিন আগেই প্রতিবেশী ভারতের একাধিক অঞ্চল নিজেদের মানচিত্রে যুক্ত করে পাক সরকার। প্রকাশিত হয় সেই বিতর্কিত ম্যাপ। এতদিন অধিকৃত কাশ্মীরকে আনুষ্ঠানিকভাবে নিজেদের অংশ বলে দাবি করত না পাকিস্তান। এক্ষেত্রে গিলগিট-বালতিস্তানকে নিজেদের বলে উল্লেখ করলেও বাকি অংশকে পাকিস্তান ‘আজাদ কাশ্মীর’ বলেই উল্লেখ করত।

পাকিস্তানের নতুন ম্যাপে কাশ্মীরকে নিজেদের অংশ দেখিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রী শাহ মাহমুদ কুরেশি বলেন, এই প্রথমবার পাকিস্তান গোটা বিশ্বের সামনে নিজেদের অবস্থান স্পষ্ট করল। তিনি দাবি করেন, কাশ্মীরের বিতর্কিত অংশের সমস্যা যেন জাতিসংঘের সাহায্যে মেটানো সম্ভব হয়।

যদিও ঘটনাটির কড়া সমালোচনা করেছে প্রতিবেশী ভারত। গোটা পদক্ষেপকে অবাস্তব ও অযৌক্তিক বলে উড়িয়ে দিয়ে নয়াদিল্লি জানায়, এই ম্যাপের কোনো ভিত্তি নেই। এবার পাকিস্তান নতুন চাল চাললো। কূটনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, কিছু তথ্য গোপন করতে চাইছে পাকিস্তান। কারণ দ্যা সার্ভে অফ পাকিস্তান সাইট নামে একটি জাতীয় সার্ভে ও ম্যাপিং সংস্থার কোনও তথ্য বা পরিসংখ্যান ভারতে পাওয়া যাচ্ছে না।

আরও পড়ুন : ভারতে বিমান বিধ্বস্তের ভিডিও প্রকাশ

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই ঘটনা তখনই ঘটতে পারে, যখন ভারতকে ওই ওয়েবসাইটে ব্লক করা হবে। অর্থাৎ যে নতুন বিতর্কিত ম্যাপ ওই ওয়েবসাইটে প্রকাশিত হয়েছিল, তা যাতে ভারত দেখতে না পায়, সেই ব্যবস্থা করেছে পাকিস্তান। বিশেষজ্ঞদের মতে অত্যন্ত হাস্যকর এই পদক্ষেপ।

ভারত থেকে দেখা না গেলেও বিশ্বের অন্যান্য প্রান্ত থেকে ওই সাইটের তথ্য ভারত পেতে পারে। তাই ভারতকে ব্লক করে কোনো লাভ পাবে না ইসলামাবাদ।

আরও পড়ুন : চাঞ্চল্যকর তথ্য ফাঁস, কানাডাতেও ঘাতক বাহিনী পাঠিয়েছেন সালমান

উল্লেখ্য, এই নতুন ম্যাপে কাশ্মীরের অধিকাংশ অঞ্চল পাকিস্তান নিজেদের এলাকাভুক্ত বলে দেখিয়েছে।

সেখানে সিয়াচেন হিমবাহের ২৬৭ একর জমি ভারতের সীমানাভুক্ত। এটা আন্তর্জাতিক সীমানা বলেই পরিচিত। পাকিস্তানের এখানে কোনো অংশ নেই। তবে নতুন ম্যাপ জানাচ্ছে এনজে-৯৮৪২ এলাকা থেকে কারাকোরাম পাস পর্যন্ত পুরোটাই পাকিস্তানের অন্তর্ভুক্ত। বাস্তবে এন জে ৯৮৪২ হল নিয়ন্ত্রণ রেখার উত্তর প্রান্তের নির্দিষ্ট বা নির্ধারিত করা ভারতীয় সীমানা। এখান থেকে উত্তর পশ্চিমে ইন্দিরা কল পর্যন্ত ভারতের সীমানার অন্তর্ভুক্ত।

আরও পড়ুন : কেরালার রানওয়েটি নিয়ে আগেই সতর্কবার্তা এসেছিল

প্রসঙ্গত, ১৯৮৪ সালে অপারেশন মেঘদূতের মাধ্যমে সিয়াচেন গ্লেসিয়ারের অধিকার দখল করে ভারত। ইন্দিরা কল সমুদ্রপৃষ্ঠ থেকে ১৮,৯১১ ফুট উচ্চতায় ভারতের সর্বাধিক উত্তরের সীমানা চিহ্নিত করে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড