• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভারতে ফের কোভিড হাসপাতালে আগুন, নিহত ৭

  আন্তর্জাতিক ডেস্ক

০৯ আগস্ট ২০২০, ১০:৩৫
ভারতে ফের কোভিড হাসপাতালে আগুন, নিহত ৭
অগ্নিকাণ্ডের শিকার কোভিড হাসপাতাল (ছবি : জি নিউজ)

ভারতের করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া আরও একটি কোভিড হাসপাতালে অগ্নিকাণ্ড ঘটেছে। ভয়াবহ সেই ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৭ জনের প্রাণহানি ও বেশকিছু গুরুতরভাবে আহত হয়েছেন।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছেন, রবিবার (৯ আগস্ট) সকালে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া শহরে দুর্ঘটনাটি ঘটে। শহরের হোটেল স্বর্ণা প্যালেসে অস্থায়ীভাবে কোভিড রোগীদের চিকিৎসা দিয়ে আসছিল রমেশ হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এই অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখন পর্যন্ত জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডের সময় সেখানে ৩০ জন কোভিড রোগী চিকিৎসাধীন ছিলেন। যাদের মধ্যে সাতজন রোগীর মৃত্যু হয়েছে। ২০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাকিরা ভেতরে আটকা পড়েছে। তাদের উদ্ধারে কাজ করছে দমকল বাহিনী।

আরও পড়ুন : কেরালার রানওয়েটি নিয়ে আগেই সতর্কবার্তা এসেছিল

দিকে খবর পেয়ে আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিস। আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।

পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, আগুনের ঘটনায় ১৫-২০ জন কোভিড রোগী আহত হয়েছেন। এর মধ্যে দুই তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন : চাঞ্চল্যকর তথ্য ফাঁস, কানাডাতেও ঘাতক বাহিনী পাঠিয়েছেন সালমান

এর আগে বৃহস্পতিবার (৬ আগস্ট) গুজরাটের আহমেদাবাদে করোনা রোগীদের চিকিৎসা দেওয়া একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৮ জনের প্রাণহানি ঘটেছিল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড