• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভারতে কোভিড হাসপাতালে অগ্নিকাণ্ডে ৮ জনের মৃত্যু

  আন্তর্জাতিক ডেস্ক

০৬ আগস্ট ২০২০, ১৩:৫৭
ভারতে কোভিড হাসপাতালে অগ্নিকাণ্ডে ৮ জনের মৃত্যু
অগ্নিকাণ্ডের শিকার হাসপাতালের ধ্বংসাবশেষ (ছবি : এনডিটিভি)

ভারতের গুজরাট রাজ্যের আমেদাবাদের করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য নির্মিত কোভিড হাসপাতালে আগুন লেগে ৮ রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) স্থানীয় সময় ভোরে হাসপাতালটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানান হয়, গুজরাটের নবরঙপুর এলাকার বেসরকারি শ্রেই হাসপাতালের আইসিইউতে আগুন লাগে। আগুনে আইসিইউতে ভর্তি আটজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৫ জন পুরুষ ও ৩ জন নারী।

হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডের সময় ৫০ শয্যাবিশিষ্ট ওই হাসপাতালে ভর্তি ছিলেন মোট ৪৫ জন করোনা রোগী। তাদের উদ্ধার করে সর্দার বল্লভভাই প্যাটেল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে হাসপাতালটিতে আগুনের সূত্রপাত হয়। পরবর্তীকালে আট রোগীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন : যে কারণে ভয়াবহ বিস্ফোরণের শিকার লেবানন (ভিডিও)

অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে শোক প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, আমেদাবাদের হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনাটি জানতে পেরে আমি অত্যন্ত দুঃখিত। মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আহতরা দ্রুত সেরে উঠুন।

তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী বিজয় রূপানি ও মেয়রের সঙ্গে কথা বলেছি। প্রশাসন ক্ষতিগ্রস্তদের সব রকম সাহায্যের ব্যবস্থা করছে।

আরও পড়ুন : রামমন্দির নির্মাণে ফাঁকা মাঠে কেবল ‘মোদী আর মোদী’

এ দিকে প্রধানমন্ত্রী কার্যালয় থেকেও এই অগ্নিকাণ্ডের পর টুইট করে ক্ষতিপূরণের ঘোষণা করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড