• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাকিস্তানে মোদীবিরোধী সমাবেশে ভয়াবহ বিস্ফোরণ

  আন্তর্জাতিক ডেস্ক

০৬ আগস্ট ২০২০, ১২:১২
পাকিস্তানে মোদীবিরোধী সমাবেশে ভয়াবহ বিস্ফোরণ
বিস্ফোরণে হতাহতদের উদ্ধার করা হচ্ছে (ছবি : প্রতীকী)

পাকিস্তানে ফের গ্রেনেড হামলা হয়েছে। এবার আক্রমণের শিকার হলো অন্যতম গুরুত্বপূর্ণ শহর করাচি। ভয়াবহ এই বিস্ফোরণের সময় সেখানে জামাত-ই-ইসলামির একটি রাজনৈতিক সমাবেশ চলছিল। এতে গুরুতর আহত ৩৯ জনকে এরই মধ্যে করাচির বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

পাক সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় হামলাকারীরা ওই সমাবেশকেই টার্গেট করেছিল।

করাচি পুলিশ সূত্রে খবর, গুলশান-ই-ইকবাল অঞ্চলে সমাবেশের মূল ট্রাকটিকে নিশানা করা হয়েছিল। জামাত-ই-ইসলামির মুখপাত্র জানান, মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি ট্রাকের সামনে গ্রেনেড ছুড়ে পালিয়ে যায়। ওই গ্রেনেড ফাটলে ৩৯ জন জামাত সমর্থক ঘায়েল হন।

আরও পড়ুন : রামমন্দির নির্মাণে ফাঁকা মাঠে কেবল ‘মোদী আর মোদী’

পুলিশের এক সিনিয়র অফিসার সাজিদ সাদোজাই বিস্ফোরণ স্থলে প্রাথমিক তদন্তের পর জানিয়েছেন, হামলা চালাতে আরজিডি-১ গ্রেনেড ব্যবহার করা হয়েছে।

আরও পড়ুন : যে কারণে ভয়াবহ বিস্ফোরণের শিকার লেবানন (ভিডিও)

২০১৯ সালের ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নিয়েছিল মোদী সরকার। সেখানে লাদাখকে জম্মু-কাশ্মীর থেকে বিচ্ছিন্ন করে, কেন্দ্র শাসিত অঞ্চলে পরিণত যকরা হয়। বিতর্কিত ওই দিনটিকে স্মরণে রেখেই বুধবার সমাবেশের আয়োজন করেছিল পাকিস্তানের এই সংগঠন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড