• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

জার্মানি থেকে মার্কিন সেনাদের যেখানে পাঠাচ্ছেন ট্রাম্প

  আন্তর্জাতিক ডেস্ক

০৬ আগস্ট ২০২০, ০৯:৩৯
জার্মানি থেকে মার্কিন সেনাদের যেখানে পাঠাচ্ছেন ট্রাম্প
মার্কিন সেনাবাহিনী (ছবি : প্রতীকী)

কিছুদিন আগেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জার্মানি থেকে যুক্তরাষ্ট্রের সেনা সংখ্যা হ্রাস করার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। যদিও এ ধরণের সিদ্ধান্তে জার্মানি বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সেই কর্মসূচি এগিয়ে নিতে আগামী ১১ অগাস্ট থেকে পোল্যান্ডসহ চেক প্রজাতন্ত্র, স্লোভেনিয়া ও অস্ট্রিয়া সফর শুরু করছেন।

জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মার্কেলের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের সম্পর্ক এখন শীতল পর্যায়ে রয়েছে। এমতাবস্থায় প্রেসিডেন্ট ট্রাম্প জার্মানি থেকে হাজার হাজার সেনাকে পোল্যান্ডে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন : যে কারণে ইরানকে দেখা মাত্রই দুর্বল হয়ে পরে যুক্তরাষ্ট্র!

অন্যদিকে পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের সখ্যতা বেশ ভালো। মূলত এসব কারণে জার্মানিকে অগ্রাহ্য করে তিনি পোল্যান্ডে সেনাদের মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি হোয়াইট হাউসের।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড