• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

অ্যামোনিয়াম বিস্ফোরণের ধোয়া এমন নয় : যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ 

  আন্তর্জাতিক ডেস্ক

০৫ আগস্ট ২০২০, ১১:৪৭
করোনা
ছবি : সংগৃহীত

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৭৮ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৪ হাজারেরও বেশি মানুষ।

দেশটির সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সেখানে ছয় বছর ধরে অরক্ষিতভাবে ২ হাজার ৭৫০ টন বিস্ফোরক দ্রব্য ‘অ্যামোনিয়াম নাইট্রেট’ মজুত ছিল। এ কারণেই এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য ধোঁয়াশার সৃষ্টি করেছে। তিনি বলেছেন, সেখানে ভয়াবহ বোমা হামলা হয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের অ্যালকোহল, তামাক এবং আগ্নেয়াস্ত্র বিভাগের সাবেক বিস্ফোরক তদন্ত কর্মকর্তার মতে, এটি অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরণের ঘটনা নয়।

আরও পড়ুন : বৈরুত বিস্ফোরণে কয়েকজন বাংলাদেশি আহত

তিনি বলেন, ‘আমি ইরাকের বাগদাদে অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরণের যে চিহ্ন দেখেছি, সেটির ধোয়া ছিল হলুদ রঙের। বৈরুত বিস্ফোরণে হলুদ রঙের ধোয়া ছিল না। বরং এখানে যে পিঙ্ক বা লাল রঙের ধোয়া দেখা গেছে তা অ্যামোনিয়াম নাইট্রেটের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।’

তবে তিনি এও বলেন, ‘এর অর্থ এই নয় যে সেখানে অ্যামোনিয়াম নাইট্রেট ছিল না। সেখানে অন্যান্য বস্তুও ছিল।’

তিনি আরও বলেন, ‘বৈরুত বিস্ফোরণের ঘটনায় যে ভিডিও দেখা গেছে তাতে প্রথমে সাদা ধোয়া দেখা যায়। এর অর্থ হল প্রথম ছোট বিস্ফোরণ ঘটেছে, যা পরে আরও ভয়াবহ বিস্ফোরণ ঘটায়।’ সূত্র: সিএনএন

ওডি/

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড