• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

পৃথীবির কোনো প্রানী পিরামিড বানায়নি : ইলন মাস্ক

  আন্তর্জাতিক ডেস্ক

০৩ আগস্ট ২০২০, ২৩:০৪
ছবি : সংগৃহীত

সম্প্রতি ধনকুবের ইলন মাস্ক দাবি করেন, নিশ্চিতভাবেই বলা যায়, মহাজাগতিক জীবরাই পিরামিড বানিয়েছে। তার এমন দাবির প্রতিবাদ জানিয়ে মিশর বলেছে, তিনি যেন এসে নিজের চোখে দেখে যান, পিরামিডগুলো কোনো মহাজাগতিক জীব বানায়নি।

মিশরের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী রানিয়া আল-মাশাত এলন মাস্কের বক্তব্যের প্রতিবাদে জানান, তিনি চান না যে, পিরামিডের সৃষ্টি নিয়ে কোনো ষড়যন্ত্র তত্ত্ব গ্রহণযোগ্যতা পাক। এলন মাস্ক নিজের চোখে এসে দেখে যাক পিরামিড কীভাবে এবং কখন বানানো হয়েছে।

মাস্কের বক্তব্যের প্রতিক্রিয়ায় মিশরের প্রত্নতাত্ত্বিক জাহি হাওয়াসও সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও পোস্ট করে বলেছেন, মি. মাস্কের এই যুক্তি সম্পূর্ণ কল্পনাপ্রসূত। যারা পিরামিডগুলো বানিয়েছিল আমি তাদের স্মৃতিসৌধ খুঁজে পেয়েছি এবং সেগুলো দেখেছি। সেখানে লিপিবদ্ধ আছে প্রত্যেক পিরামিড নির্মাণকারী মিশরীয় ছিলেন। কারা কখন এসব বানিয়েছেন সে সবের বিস্তারিতও আছে।

এলন মাস্ক এর আগেও বিভিন্ন সময়ে উদ্ভট অনেক মন্তব্য করে আলোচনায় এসেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড