• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভারতে সুগার ফ্যাক্টরিতে বয়লার বিস্ফোরণে নিহত ৫

  আন্তর্জাতিক ডেস্ক

০২ আগস্ট ২০২০, ১১:০৮
ভারতে সুগার ফ্যাক্টরিতে বয়লার বিস্ফোরণে নিহত ৫
ভারতে সুগার ফ্যাক্টরিতে বয়লার বিস্ফোরণ (ছবি : দ্য হিন্দু)

ভারতের মহারাষ্ট্রে একটি সুগার ফ্যাক্টরিতে বয়লার বিস্ফোরণে অন্তত ৫ জনের প্রাণহানি ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন। রাজ্যের নাগপুর জেলার মানাস অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের কারখানায় বিস্ফোরণটি ঘটে।

কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম এই সময় জানিয়েছে, শনিবার (১ আগস্ট) বেলা ২টায় উমরেদ তহসিলের বেলা গ্রামে ওই সংস্থার বায়োগ্যাস প্ল্যান্টের কাছেই বিস্ফোরণটি ঘটে। এত ঘটনাস্থলেই পাঁচ কর্মীর মৃত্যুসহ বেশকিছু লোক আহত হন। নিহতদের নাম- মঞ্জেশ প্রভাকর নৌকারকার (২১), লীলাধর ওয়ামানরাও শেন্ডে (৪২), বাসুদেও লাডি (৩০), সচিন প্রকাশ ওয়াঘমারে (২৪) ও প্রফুল্ল পান্ডুরাং মুন (২৫)। এই পাঁচ জনেরই বাড়ি ওয়াদগাঁও গ্রামে।

পুলিশ জানিয়েছে, সচিন ছিলেন ওয়েল্ডার। বাকিরা ওঁর হেলপার হিসেবে কাজ করতেন। বয়লার বিস্ফোরণের পরেই প্ল্যান্টের মধ্যে থেকে ঘন ধোঁয়া বেরোতে থাকে। পাঁচ জনই বিস্ফোরণে ঝলসে ঘটনাস্থলেই মারা গিয়েছেন।

আরও পড়ুন : জাপানে জরুরি অবস্থা জারি, নেপথ্যে মার্কিন ঘাঁটি

সুগার মিল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতাল পর্যন্ত নিয়ে যাওয়ার সুযোগ হয়নি। বয়লার বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ সুপার রাকেশ ওলা।

আরও পড়ুন : শক্তিশালী ভূমিকম্পে কেপে উঠল ফিলিপাইন

তিনি জানান, ভয়াবহ এই বিস্ফোরণের কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড