• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

জাপানে জরুরি অবস্থা জারি, নেপথ্যে মার্কিন ঘাঁটি

  আন্তর্জাতিক ডেস্ক

০২ আগস্ট ২০২০, ০৯:২৩
জাপানে জরুরি অবস্থা জারি, নেপথ্যে মার্কিন ঘাঁটি
অসুস্থ মার্কিন সেনাকে উদ্ধার করা হচ্ছে (ছবি : সিএনবিসি)

জাপানের ওকিনাওয়া দ্বীপে প্রাণঘাতী করোনা ভাইরাসের মহামারি ছড়িয়ে পড়ার পর রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি করেছে প্রশাসন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওকিনাওয়া দ্বীপে মার্কিন সামরিক বাহিনীর বেশ কয়েকটি ঘাঁটি রয়েছে এবং সেখানে বহু সংখ্যক মার্কিন সেনাকে করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) ওকিনাওয়ার গভর্নর ডেনি তামাকি ঘোষণা করেন, ১ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত জাপানের দক্ষিণাঞ্চল জরুরি অবস্থার মধ্যে থাকবে। তিনি ওকিনাওয়া দ্বীপের বাসিন্দাদেরকে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দেন। ওই এলাকায় প্রতিদিন রেকর্ড সংখ্যক লোকজন করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে।

আরও পড়ুন : ড্রোন ফোর্সে নতুন পরাশক্তি তুরস্ক

সংবাদ সম্মেলনের মাধ্যমে তামিাকি বলেন, নাটকীয়ভাবে করোনা সংক্রমণ বেড়ে গেছে এবং স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে কিন্তু যে কোনো মূল্যে আমাদের তা প্রতিরোধ করতে হবে। আমরা রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি করছি যার মাধ্যমে আপনাদেরকে জানাতে চাই যে, আমরা সংকটাপন্ন অবস্থায় আছি।

আরও পড়ুন : ইরানের বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও ভাইরাল

উল্লেখ্য, ওকিনাওয়া অঞ্চলে ১ আগস্ট ৭১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে শনাক্ত করা হয়। গত পাঁচদিনের মধ্যে এটি ছিল সর্বোচ্চ সংখ্যক।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড