• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

তুরস্ককে ধ্বংসের হুঁশিয়ারি আমিরাতের

  আন্তর্জাতিক ডেস্ক

০২ আগস্ট ২০২০, ০৮:২৯
তুরস্ককে ধ্বংসের হুঁশিয়ারি আমিরাতের
ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে (ছবি : প্রতীকী)

ইউরোপের দেশ তুরস্ককে এবার ধ্বংসের হুঁশিয়ারি দিল সংযুক্ত আরব আমিরাত। তাদের দাবি, আরব ইস্যুতে অযথা নাক গলালে আঙ্কারাকে অবশ্যই যথাযথ শাস্তি পেতে হবে।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তুর্কি প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার লিবিয়ার যুদ্ধে আমিরাতের ভূমিকার ব্যাপারে নেতিবাচক মন্তব্য করেন। এবার সেই প্রসঙ্গে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী ডা. আনওয়ার বিন মোহাম্মদ গারগাশ তুরস্কের প্রতি হুঁশিয়ারিটি উচ্চারণ করেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারে তুর্কি প্রতিরক্ষামন্ত্রী হুলুসি লিবিয়া ও সিরিয়ায় আমিরাতের ভূমিকার তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, লিবিয়া ও সিরিয়ায় আমিরাতের অপকর্মের জন্য অবশ্যই তাদের আমরা জবাবদিহির কাঠগড়ায় দাঁড় করাব। সঠিক জায়গায়, সঠিক সময়ে তা করা হবে।

শনিবার (১ আগস্ট) আনওয়ার গারগাশ তার অফিসিয়াল টুইটার পাতায় দেওয়া এক পোস্টে লিখেছেন, হুমকি দিয়ে সম্পর্ক রক্ষা করা যায় না। আর এখনকার সময়ে ঔপনিবেশিক মননের কোনও স্থান নেই।

আরও পড়ুন : নেপাল থেকে ভারতে ঢুকছে জঙ্গিরা, সীমান্তে সতর্কতা

বিশ্লেষকদের মতে, প্রায় পাঁচ বছর ধরে লিবিয়ায় দুটি সরকার কার্যক্রম পরিচালনা করছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ত্রিপোলির সরকারকে সমর্থন দিচ্ছে জাতিসংঘসহ তুরস্ক, ইতালি ও যুক্তরাজ্য।

আরও পড়ুন : ইরানের বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও ভাইরাল

আর হাফতার বাহিনীর সমর্থনে সংযুক্ত আরব আমিরাত ছাড়াও রয়েছে রাশিয়া, ফ্রান্স, মিসর ও সৌদি আরব।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড