• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইদ শুভেচ্ছায় নিজেদের শক্তিশালী করার প্রত্যয় রুহানি-এরদোগানের

  আন্তর্জাতিক ডেস্ক

০১ আগস্ট ২০২০, ১৫:৫৫
ইদ শুভেচ্ছায় নিজেদের শক্তিশালী করার প্রত্যয় রুহানি-এরদোগানের
তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি (ছবি : ইরনা)

পবিত্র ইদুল আজহা উপলক্ষে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে ইদের শুভেচ্ছা বিনিময় করেছেন ও তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোগান। এ সময় তারা অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

শুক্রবার (৩১ জুলাই) ফোনালাপে রুহানি তুরস্কের সরকার ও জনগণকে কুরবানির ইদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, এ পর্যন্ত করোনা ভাইরাস মোকাবিলায় দু’দেশ পরস্পরের পাশে ছিল এবং সামনের দিনগুলোতে দ্বিপক্ষীয় সহযোগিতা এই প্রাণঘাতী রোগ মোকাবিলায় উল্লেখযোগ্য সাফল্য বয়ে আনবে।

তিনি আরও বলেন, এ অঞ্চলের সবগুলো দেশের মধ্য সহযোগিতার মাধ্যমে গোটা মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

আরও পড়ুন : ইরানের সামরিক মহড়ার পর মার্কিন ঘাঁটিতে সতর্কতা

এ দিকে এরদোগান ফোনালাপে ইরানের সরকার ও জনগণকে পবিত্র ইদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করে বলেন, এই ইদ গোটা মুসলিম বিশ্বে সুখ ও সমৃদ্ধি বয়ে আনবে।

আরও পড়ুন : ইরানের বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও ভাইরাল

একই সঙ্গে এরদোগান করোনা ভাইরাস মোকাবিলায় ইরানের সরকার ও জনগণের ঐকান্তিক প্রচেষ্টা ও সাফল্যের ভূয়সী প্রশংসা করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড