• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

হাসপাতাল ছাড়লেন সৌদ বাদশাহ

  আন্তর্জাতিক ডেস্ক

০১ আগস্ট ২০২০, ০৮:২৮
হাসপাতাল ছাড়লেন সৌদ বাদশাহ
হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ (ছবি : খালিজ টাইমস)

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ হাসপাতাল থেকে বের হয়েছেন। এর পরপরই টুইটারে পোস্ট দিয়ে তিনি সবাইকে ইদ মুবারক জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমন তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) কিং ফয়সাল হাসপাতাল থেকে ছাড়া পান ৮৪ বছর বয়সী বাদশাহ। চলতি সপ্তাহে তার পিত্ত থলিতে অস্ত্রোপচার হয়েছিল।

করোনা মহামারির অবসানেও প্রার্থনা করেছেন বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক দেশের শাসক বাদশাহ সালমান।

শুক্রবার (৩১ জুলাই) টুইট পোস্টে তিনি বলেন, সবাইকে ইদ মুবারক জানাচ্ছি। আমাদের দেশ ও বিশ্ব থেকে করোনা মহামারি উঠিয়ে নিতে সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করছি।

পিত্ত থলিতে প্রদাহ নিয়ে গত ২ জুলাই হাসপাতালে ভর্তি হন তিনি।

সৌদি আরবসহ বিশ্বের অনেক দেশে শুক্রবার মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। করোনা ভাইরাস মহামারির কারণে এবারের উৎসব আগের মত রঙিন হয়নি।

আরও পড়ুন : ইরানের বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও ভাইরাল

বাদশাহ সালমান বৃহস্পতিবার হাসপাতাল থেকে প্রাসাদে ফেরেন বলে জানায় দেশটির সংবাদ সংস্থা এসপিএ।

এসপিএ তে প্রকাশিত এক ভিডিওতে বৃহস্পতিবার বাদশাহ সালমানকে কিং ফয়সাল হাসপাতাল থেকে ছড়িতে ভর দিয়ে হেঁটে বেরিয়ে আসতে দেখা যায়।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রের কাছে কখনো আত্মসমর্পণ করবে না ইরাক

এবার তার সঙ্গে ছেলে যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং অন্যান্য সহযোগীরা ছিলেন। তাদের সবার মুখেই মাস্ক ছিল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড