• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফিলিপাইনে সেনা-বিদ্রোহী সংঘর্ষে নিহত ১২

  আন্তর্জাতিক ডেস্ক

৩১ জুলাই ২০২০, ১৫:৫৩
ফিলিপাইনে সেনা-বিদ্রোহী সংঘর্ষে নিহত ১২
ফিলিপাইনে সামরিক অভিযান চলছে (ছবি : রয়টার্স)

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মাগুইন্দানাও প্রদেশে সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে দুই সেনাসহ মোট ১২ জনের প্রাণহানি ঘটেছে। তাছাড়া আহত হয়েছেন আরও ১৩ জন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ফিলিপাইনের সেনাবাহিনীর এক মুখপাত্র ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

লেফটেন্যান্ট কর্নেল আনহুভিক অ্যাটিলানো জানান, বাংসামোরো ইসলামিক ফ্রিডম ফাইটারের (বিআইএফএফ) নেতা হাসান ইন্দালের খোঁজ করছিল দেশটির সেনারা। স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে দাতু সালিবো শহরের নিকটবর্তী একটি গ্রামে তাকে বন্দুকধারীদের সঙ্গে দেখা গেছে বলে খবর পায় তারা। সে সময়ে প্রায় ২০ সন্ত্রাসীর সঙ্গে সংঘর্ষের মুখোমুখি হয় সরকারি সেনারা।

প্রায় ছয় ঘণ্টার তীব্র সংঘর্ষের পর সেনাবাহিনী লক্ষ করে যে লড়াইয়ের জন্য আরও লোক পাঠিয়েছে বিআইএফএফ। তখন বিদ্রোহীরা সংঘর্ষ থেকে পিছিয়ে আসার সিদ্ধান্ত নেয়।

অ্যাটিলানো আরও জানান, ভয়াবহ সেই সংঘর্ষে অনির্দিষ্ট সংখ্যক সন্ত্রাসীরা আহত হয়েছেন।

আরও পড়ুন : লিবিয়ায় যুদ্ধ সরঞ্জাম নিয়ে রুশ বিমানের অবতরণ

প্রায় দুই থেকে তিন শতাধিক সদস্যের সমন্বয়ে গঠিত বিআইএফএফ। দক্ষিণ ফিলিপাইনের সেন্ট্রাল মিন্দানাওতে বোমাবাজি ও অন্যান্য সহিংসতার জন্য দায়ী করা হয় দলটিকে।

সূত্র : সিনহুয়া

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড