• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিরিয়ায় আসাদ পুত্রের বিরুদ্ধে ট্রাম্পের নিষেধাজ্ঞা

  আন্তর্জাতিক ডেস্ক

৩১ জুলাই ২০২০, ১২:৫৫
সিরিয়ায় আসাদ পুত্রের বিরুদ্ধে ট্রাম্পের নিষেধাজ্ঞা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ (ছবি : সিএনএন)

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ছেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সংঘাতপূর্ণ দেশটির সরকারি তহবিল বন্ধের প্রচেষ্টা জোরদার করতে পদক্ষেপটি গ্রহণ করা হয় বলে দাবি পেন্টাগনের।

বুধবার (২৯ জুলাই) মার্কিন পররাষ্ট্র বিভাগ জানায়, ১৮ বছর বয়সী হাফিজ আল-আসাদ যুক্তরাষ্ট্রে ভ্রমণের বা সম্পদ রাখার অনুমতি পাবে না। তার দাদার পর তার ওপর এ ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

যুক্তরাষ্ট্রের এক সিনিয়র কর্মকর্তা জানান, বাশারের পরিবারের বিদেশে কার্যক্রম চালানো থেকে হাফিজকে বিরত রাখতে তার পরিবারের একমাত্র প্রাপ্ত বয়স্ক পুত্রের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার স্ত্রী আসমার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বিবৃতির মাধ্যমে বলেন, বাশার আল-আসাদ এবং তার সরকারের নৃশংসতার জন্য দায়ীদের আটকানোর আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

আরও পড়ুন : ইসরায়েলি আগ্রাসনকে চ্যালেঞ্জ জানাবে ইইউ

তিনি আরও বলেন, ভয়াবহ যুদ্ধের অবসানে আসাদের এখন আর প্রয়োজন নেই।

সূত্র : এএফপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড