• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৪০ °সে
  • বেটা ভার্সন
sonargao

আফগান সরকারি বন্দিদের মুক্তি দিচ্ছে তালিবান

  আন্তর্জাতিক ডেস্ক

৩১ জুলাই ২০২০, ১০:২৮
আফগান সরকারি বন্দিদের মুক্তি দিচ্ছে তালিবান
তালিবান নেতাদের হাতে বন্দি আফগান জনগণ (ছবি : আল-জাজিরা)

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গানির অনুরূপ ঘোষণার একদিন পরেই বুধবার (২৯ জুলাই) গভীর রাতে তালিবান ঘোষণা করেছে যে তারাও বন্দি থাকা আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যদের মুক্তি দেবে। মূলত এই ঘোষণাই ইঙ্গিত দিচ্ছে যে আফগানিস্তানে যুদ্ধে লিপ্ত গোষ্ঠীগুলোর মধ্যে আলোচনা শুরু হতে পারে।

তালিবান মুখপাত্র সুহাইল শাহীন এক টুইট বার্তায় বলেন, আমিরুল-মোমিনিনের মমত্ববোধের কারণে এবং সদিচ্ছার ইঙ্গিত হিসাবে ইসলামি আমিরাত ঈদ উল আযহার আগে কাবুল প্রশাসনের অবশিষ্ট বন্দীদের মুক্তি দেবে। এভাবে এক হাজার বন্দির মুক্তি সম্পূর্ণ হবে।

এর আগে মঙ্গলবার (২৮ জুলাই) প্রেসিডেন্ট গানি ইঙ্গিত দিয়েছিলেন, তালিবান নেতাদের সঙ্গে যে কোনো সময় আন্তঃ আফগান আলোচনা হতে পারে।

তিনি আরও বলেন, এই পদক্ষেপের মাধ্যমে আমরা এক সপ্তাহের মধ্যে তালিবান নেতাদের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করার আশা করছি।

আরও পড়ুন : লিবিয়ায় যুদ্ধ সরঞ্জাম নিয়ে রুশ বিমানের অবতরণ

এ সময় তিনি বাকী পাঁচ হাজার তালিবান বন্দিদের মুক্তি দেওয়ার সিদ্ধান্তের ঘোষণা করেন। পরে উভয় পক্ষই পবিত্র ঈদুল আজহা উপলক্ষের তিন দিনের জন্য যুদ্ধবিরতিতে যেতে সম্মত হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড