• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

যুক্তরাষ্ট্রের কাছে কখনো আত্মসমর্পণ করবে না ইরাক

  আন্তর্জাতিক ডেস্ক

৩১ জুলাই ২০২০, ০৮:৩২
যুক্তরাষ্ট্রের কাছে কখনো আত্মসমর্পণ করবে না ইরাক
যুদ্ধের ময়দানে লড়াইরত ইরাকি যোদ্ধা (ছবি : আল-জাজিরা)

মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র ইরাকের যোদ্ধারা কখনো যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করবে না বলে দাবি করেছেন দেশটির পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবির প্রধান ফালিহ আল-ফাইয়াজ। তিনি বলেছেন, তার সংগঠনের সন্ত্রাসবিরোধী যোদ্ধারা কখনো আমেরিকার কাছে আত্মসমর্পণ করবে না।

উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে পপুলার মোবিলাইজেশন ইউনিটের ভূমিকার প্রশংসা করেন আল-ফাইয়াজ।

সম্প্রতি এক বক্তব্যে ফালিহ আল-ফাইয়াজ পপুলার মোবিলাইজেশন ইউনিটকে ইরাকের জাতীয় প্রতিরক্ষার ক্ষেত্রে সামরিক প্রতিষ্ঠান বলে আখ্যা দেন। এ সময় তিনি বলেন, পপুলার মোবিলাইজেশন ইউনিট হচ্ছে জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থার প্রধান বাহু।

ফালিহ আল-ফাইয়াজের মতে, ইরাকের জাতীয় সেনাবাহিনীর কৌশল মেনেই পপুলার মোবিলাইজেশন ইউনিট সন্ত্রাসবাদ-বিরোধী লড়াই করছে।

আরও পড়ুন : ইরানের বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও ভাইরাল

তিনি স্পষ্ট করে আরও বলেন, পপুলার মোবিলাইজেশন ইউনিট ইরাকি জনগণের ইচ্ছার আলোকে কাজ করছে। এই সংগঠন ইরাককে দুর্বল করার চেষ্টা করছে বলে কেউ কেউ যে বাহুল্য অভিযোগ করছে তিনি তা নাকচ করেন।

সূত্র : পার্সটুডে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড