• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

মাস্ক না পরলে আইনপ্রণেতাদের তাড়িয়ে দেওয়ার হুমকি স্পিকারের

  আন্তর্জাতিক ডেস্ক

৩০ জুলাই ২০২০, ১৬:৩৬
মাস্ক না পরলে আইনপ্রণেতাদের তাড়িয়ে দেওয়ার হুমকি স্পিকারের
মার্কিন পার্লামেন্টের স্পিকার ন্যান্সি পেলোসি (ছবি : সিএনএন)

যুক্তরাষ্ট্রে নির্বাচিত কংগ্রেস ম্যান ও কর্মীদের মাস্ক না পরলে পার্লামেন্ট থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছেন স্পিকার ন্যান্সি পেলোসি। বুধবার (২৯ জুলাই) পার্লামেন্টে দেওয়া বক্তব্যে পেলোসি হুমকিটি দেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ জানিয়েছে, টেক্সাস থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য লুই গোমার্ট নিয়মিত মাস্কবিহীন ঘোরাঘুরি করেন। বুধবার তার দেহে প্রাণঘাতী করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মূলত এর পরপরই স্পিকার পেলোসি এমন নিয়ম জারির ঘোষণাটি দেন।

পার্লামেন্টে ন্যান্সি পেলোসি বলেন, নিম্নকক্ষের চেম্বারে সবাইকে অবশ্যই মাস্ক পরে অধিবেশনে অংশ নিতে হবে। সেখানে কর্মরত সকল কর্মীকেও মাস্ক পরতে হবে। নিয়ম না মানলে শাস্তি হিসেবে চেম্বার থেকে বের করে দেওয়া হতে পারে।

ক্যালিফোর্নিয়া অঞ্চলের ডেমোক্র্যাট ন্যান্সি পেলোসি আরও বলেছেন, নিম্নকক্ষে উপস্থিত অন্যদের স্বাস্থ্যের নিরাপত্তার কথা মাথায় রেখে সবাইকে মাস্ক পরার এই নিয়মকে সম্মান করতে হবে। কোনো বক্তব্য দেওয়ার সময়ই শুধু মাত্র সদস্যরা নিজেদের মুখের মাস্ক খুলতে পারবেন।

আরও পড়ুন : মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা (ভিডিও)

উল্লেখ্য, মার্কিন কংগ্রেসে এখন পর্যন্ত সাতজন রিপাবলিকান ও তিনজন ডেমোক্র্যাট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড