• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাক সেনাবাহিনী ও তালিবানের বিরুদ্ধে পশতুনদের বিক্ষোভ

  আন্তর্জাতিক ডেস্ক

২৯ জুলাই ২০২০, ১৫:২৩
পাক সেনাবাহিনী ও তালিবানের বিরুদ্ধে পশতুনদের বিক্ষোভ
বিক্ষোভরত জনতা (ছবি : দ্য ডন)

সীমান্তে পাকিস্তান সেনাবাহিনী ও তালিবান নেতাদের নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ সড়কে বিক্ষোভ করেছে আফগানিস্তান এবং ইউরোপে বসবাসরত পশতুন সম্প্রদায়ের লোকজন। এ সময় সম্প্রদায়টির জনগণ আফগান-পাকিস্তান ডুরান্ড সীমান্ত সংঘাত মুক্ত করার দাবি জানান।

পাক সেনা ও তালিবান নেতাদের নির্যাতনের প্রতিবাদে আফগানিস্তানের পাকটিকা এবং খোস্ত প্রদেশের পাকটিয়ায় পাকিস্তানভিত্তিক পাঞ্জাবি তালিবানদের সীমান্ত এলাকা থেকে সরানোর দাবিতে গত ২৭ এবং ২৮ জুলাই দুইদিনব্যাপী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পশতুন তাহফুজ মুভমেন্টের (পিটিএম) আয়োজিত সেই প্রতিবাদ সমাবেশে স্থানীয় পশতুন সম্প্রদায়ের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় বিক্ষোভরতরা সীমান্তে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং হামলার জন্য পাকিস্তান সেনাবাহিনীর সমালোচনা করেন। একই সঙ্গে তারা অভিযোগ করেন, তালিবান নেতাদের পরামর্শে পাকিস্তানের বর্তমান সরকার সীমান্তে শান্তি নষ্ট করার পাঁয়তারা চালাচ্ছে।

ইউরোপেও প্রতিবাদ সমাবেশ করেছে আফগানিস্তানের পশতুন সম্প্রদায়ের জনগণ। ইউরোপের বেলজিয়াম, জার্মানি, সুইডেনে পশতুন তাহফুক মুভমেন্ট এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

আরও পড়ুন : অচেনা রূপে হজের আনুষ্ঠানিকতা শুরু

সেখানেও বক্তারা পাকিস্তান সেনাবাহিনীর সীমান্তে অবৈধ কর্মকাণ্ড এবং ধরপাকড়ের সমালোচনা করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড