• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

অচেনা রূপে হজের আনুষ্ঠানিকতা শুরু আজ

  আন্তর্জাতিক ডেস্ক

২৯ জুলাই ২০২০, ১৩:৫৩
অচেনা রূপে হজের আনুষ্ঠানিকতা শুরু
পবিত্র কাবা শরিফ (ছবি : সৌদি গেজেট)

একেবারেই ভিন্ন পরিস্থিতি ও ভিন্ন চিত্র। এমন হজ আগে আর কখনো দেখেনি বিশ্ব। করোনা মহামারির বাস্তবতায় পুরোপুরি অচেনা রূপে শুরু হতে যাচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা।

যেখানে প্রথমবারের মতো অন্য দেশ থেকে হজ পালনে সৌদি আরব যেতে পারছেন না ধর্মপ্রাণ মুসলিমরা। এবারের হজে শুধু মাত্র তারাই অংশ নিতে পারছেন যারা সৌদি আরবে অবস্থান করছেন।

সৌদি আরবের নাগরিক ও বর্তমানে সেখানে অবস্থান করা অন্য দেশের নাগরিকসহ মোট ১০ হাজার মানুষ হজে অংশ নিচ্ছেন।

বুধবার (২৯ জুলাই) থেকে শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। আর বৃহস্পতিবার (৩০ জুলাই) পবিত্র কাবা শরিফে নতুন গিলাফ পরানো হবে। আনুষ্ঠানিকভাবে কাবা শরিফের নতুন গিলাফ ইতোমধ্যেই হস্তান্তর করা হয়েছে।

এ দিকে কোভিড-১৯ থেকে রক্ষা পেতে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে সৌদি সরকার। হজের জন্য মনোনীতদের প্রত্যেকের করোনা পরীক্ষা করানো হয়েছে। হজ শুরুর আগে সবার জন্য দুই ধাপে কোয়ারেন্টিনে থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

এবার হজের সময় মাস্ক পরতে হবে সবাইকে। যদিও কথাটি আগে থেকেই জানিয়ে দিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

অপর দিকে করোনা ভাইরাসের সংক্রমণ যাতে ছড়াতে না পারে সেজন্য জমজমের পবিত্র পানি পানেও থাকছে কঠোরতা। এবার সবার জন্য জমজমের পানি সরবরাহ করা হবে প্লাস্টিকের প্যাকেটে। মূলত সেই পানিই পান করতে হবে সবাইকে।

আরও পড়ুন : কুরআন শিক্ষার আসর (পর্ব ২৯)

এছাড়া বিশেষ পরিস্থিতির কারণে শয়তানকে পাথর ছোঁড়ার আনুষ্ঠানিকতাতেও থাকছে নতুনত্ব। এবার সর্বোচ্চ ৫০ জন হাজি এক সঙ্গে পাথর নিক্ষেপ করতে পারবেন। তবে সে পাথর সাধারণ কোনো পাথর নয়। এবার হাজিদের জন্য জীবাণুমুক্ত পাথর সরবরাহ করা হবে।

সূত্র : সৌদি গেজেট

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড