• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফের বড় বিপর্যয় আসছে যুক্তরাষ্ট্রে? একদিনে রেকর্ড মৃত্যু 

  আন্তর্জাতিক ডেস্ক

২৯ জুলাই ২০২০, ১০:৫২
করোনা আক্রান্ত রোগী
করোনা আক্রান্ত রোগী (ছবি : সংগৃহীত)

প্রাণঘাতী করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে গত একদিনে ১২শ'র বেশি জনের মৃত্যু হয়েছে। যা মে মাসের পর দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। রয়টার্সের পরিসংখ্যানে এই তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার দেশটির ক্যালিফোর্নিয়া ও ফ্লোরিডা অঙ্গরাজ্যে রেকর্ড সংখ্যক মৃত্যু হয়েছে। এই দুই রাজ্যে ৩৬২ জন সহ পুরো দেশে ১ হাজার ২২৭ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া দেশটির আরকানসাস, মন্টানা, অরেগনে একদিনে মৃত্যুর সংখ্যা বেড়েছে। এছাড়া গত কয়েক সপ্তাহ থেকে দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা ফের ঊর্ধ্বগতি। গত সপ্তাহের টানা চার দিন দেশটিতে হাজারের বেশি করোনায় মৃত্যু হয়েছে।

সেইসঙ্গে চলতি মাসে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা , টেক্সাস ও অ্যারিজোনা রাজ্যে করোনা সংক্রমণ বাড়ায় হাসপাতালগুলো হিমশিম খাচ্ছে।

দেশটিতে ইতোমধ্যে করোনায় মৃত্যু হয়েছে প্রায় দেড় লক্ষাধিক মানুষের। আক্রান্ত হয়েছে ৪৩ লাখের বেশি মানুষ। বিশ্বে করোনায় সবেচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র।

নতুন করে দেশটিতে করোনার সংক্রমণ ও মৃত্যু বৃদ্ধির হারকে বিশেষজ্ঞরা দ্বিতীয় ঢেউ ও বিপর্যয় হিসেবে আশঙ্কা করছেন।

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড