• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

যুক্তরাজ্যে আটতলা থেকে পড়েও বেঁচে গেল বাংলাদেশি শিশু

  আন্তর্জাতিক ডেস্ক

২৮ জুলাই ২০২০, ১১:০৩
যুক্তরাজ্যে আটতলা থেকে পড়েও বেঁচে গেল বাংলাদেশি শিশু
সড়কে পড়ে থাকা শিশু (ছবি : বিবিসি নিউজ)

পূর্ব লন্ড‌নের বাঙালি পাড়ায় এক‌টি বহুতল ভবনের আটতলা থে‌কে পড়ে গিয়েছে চার বছর বয়সী একটি শিশু। তবে এ যাত্রায় প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হয়েছে শিশুটি। সংজ্ঞাহীন অবস্থায় শিশু‌টি‌কে হাসপাতালে নেওয়া হ‌য়। শিশুটির মা-বাবা দুজ‌নই ব্রিটিশ বাংলাদেশি বলে জানা গেছে। লন্ডন মে‌ট্রোপ‌লিটন পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, তারা এ ঘটনায় তদন্ত শুরু করেছেন।

সোমবার (২৭ জুলাই) বিকালে পূর্ব লন্ড‌নের ই ওয়ান এলাকার এক‌টি বহুতল ভবনের সামনের রাস্তায় শিশু‌টিকে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে সেখানে পুলিশের পাশাপাশি অ্যাম্বুলেন্সও আসে। তারা শিশু‌টি‌কে হাসপাতালে নি‌য়ে যায়।

সরেজমিন, লন্ডন সময় রাত তিনটায় অল সেইন্টস ডিএলআর স্টেশনের অদূরে ঘটনাস্থলে গি‌য়ে দেখা যায়, পুরো সড়‌কে যান চলাচল বন্ধ ক‌রে ঘটনাস্থল ঘি‌রে রে‌খে‌ছে পুলিশ। কর্তব্যরত একজন পু‌লিশ কর্মকর্তা জানান, শিশু‌টি‌কে আইসিইউতে রাখা হ‌য়ে‌ছে।

আরও পড়ুন : ইসরায়েলি ভূখণ্ডে হিজবুল্লাহ হামলার ভয়াবহ ভিডিও প্রকাশ

টাওয়ার হ্যাঘম‌লেটস পু‌লি‌শের পক্ষ থে‌কে এ দুর্ঘটনার সাক্ষ্য কিংবা তথ্য দি‌তে সক্ষম এমন ব্যক্তিদের তাৎক্ষনিক পু‌লি‌শের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড