• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইরাকে ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত মার্কিন ঘাঁটি, হেলিকপ্টার ধ্বংস

  আন্তর্জাতিক ডেস্ক

২৮ জুলাই ২০২০, ১০:২৮
ইরাকে ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত মার্কিন ঘাঁটি, হেলিকপ্টার ধ্বংস
ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে (ছবি : প্রতীকী)

ইরাকে একটি মার্কিন ঘাঁটিতে রকেট হামলা চালানো হয়েছে। সোমবার (২৭ জুলাই) দিবাগত রাতে দেশটির তাজি সামরিক ঘাঁটিতে ওই হামলা চালানো হয়। বিমানবাহী ওই ঘাঁটিতে দীর্ঘদিন ধরেই মার্কিন সেনারা অবস্থান করছিলেন। এর আগেও সেখানে বেশ কয়েকবার রকেট হামলার ঘটনা ঘটেছিল।

ইরাকের সামরিক বাহিনী বিবৃতির মাধ্যমে জানায়, সোমবার চারটি কাতিউশা রকেট দিয়ে হামলাটি চালানো হয়। যদিও ওই আক্রমণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শুধুমাত্র ওই ঘাঁটির সরঞ্জামাদির ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী কিংবা সংগঠন হামলায় হতাহতের দায় স্বীকার করেনি।

মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট বাহিনী বিবৃতি দিয়ে জানায়, তাজি ঘাঁটিতে অন্তত চারটি রকেট আঘাত হেনেছে। রকেট হামলায় ইরাকের সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার ধ্বংস হয়েছে তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানানো হয়েছে।

আরও পড়ুন : ইসরায়েলি ভূখণ্ডে হিজবুল্লাহ হামলার ভয়াবহ ভিডিও প্রকাশ

এ দিকে ইরাকের সালাউদ্দিন প্রদেশের তিকরিত এয়ার একাডেমিতে সোমবার সন্ধ্যায় দুই দফা বিস্ফোরণ ঘটেছে। ইরাকি সামরিক বাহিনী জানিয়েছে, বিস্ফোরণের পর ঘাঁটিতে আগুন ধরে যায় তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তিকরিত এয়ার একাডেমি অনেক আগেই মার্কিন সামরিক বাহিনী দখল করেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড