• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

এবার আফগানিস্তানের হিন্দুদের আশ্রয় দিল ভারত

  আন্তর্জাতিক ডেস্ক

২৮ জুলাই ২০২০, ০৮:৫৯
এবার আফগানিস্তানের হিন্দুদের আশ্রয় দিল ভারত
আফগানিস্তান থেকে ভারতে আগত হিন্দুরা (ছবি : স্ক্রোল ইন)

যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র আফগানিস্তান থেকে সে দেশের শিখ ও হিন্দু সম্প্রদায়ের লোকজনকে উড়িয়ে এনে আশ্রয় দিয়েছে বিশ্বের সর্ববৃহৎ হিন্দুবাদী রাষ্ট্র ভারত।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, গত বছরের ডিসেম্বরে পাস হওয়া বিতর্কিত নাগরিকত্ব আইনের মাধ্যমে বাংলাদেশসহ প্রতিবেশী রাষ্ট্রগুলোর নির্যাতিত হিন্দু সম্প্রদায়ের লোকদের নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারত সরকার। যার ধারাবাহিকতায় আফগানিস্তান থেকে এই হিন্দুদের নিয়ে আসা হয়।

রবিবার (২৬ জুলাই) বিকালে রাজধানী নয়াদিল্লিতে অবতরণ করে এই লোকগুলো। আফগান এয়ারলাইন ক্যাম এয়ারের একটি বিশেষ বিমানে করে তারা কাবুল থেকে ভারতে আসে।

যাত্রীদের মধ্যে ছিলেন এমন ১১ আফগান নাগরিক, যারা আফগানিস্তান থেকে পাততাড়ি গুটিয়ে ভারতে বসবাসে আগ্রহী ছিলেন। এরা সবাই শিখ বা হিন্দু সম্প্রদায়ের লোকজন।

ভারত সরকার এবার তাদের সবার জন্য লং টার্ম (দীর্ঘমেয়াদি) ভিসার ব্যবস্থা করেছে। এমনকি বহন করেছে তাদের যাতায়াতের খরচও।

আরও পড়ুন : চীনের রক্তচাপ বাড়াতে আজই ভয়ঙ্কর রাফাল যুদ্ধবিমান আনছে ভারত

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, সম্প্রতি আফগানিস্তানে হিন্দু ও শিখদের ওপর হামলার ঘটনা বেড়ে গেছে। ফলে আমরা আফগানিস্তানের শিখ ও হিন্দু সম্প্রদায়ের অনেকের কাছ থেকেই অনুরোধ পাচ্ছি তারা ভারতে এসে স্থায়ীভাবে বসবাস করতে চান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড