• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

তুরস্কে সামরিক বাহিনীর গাড়ি উল্টে আহত ২৭, নিহত ৬ 

  আন্তর্জাতিক ডেস্ক

২৭ জুলাই ২০২০, ২১:২৯
করোনা
ছবি : সংগৃহীত

তুরস্কের দক্ষিণাঞ্চলের মার্সিন প্রদেশে সামরিক বাহিনীর একটি গাড়ি উল্টে অন্তত ৬ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২৭ সেনাসদস্য।

সোমবার সকালের দিকে মার্সিনে সামরিক বাহিনীদের সদস্যদের বহনকারী বাস উল্টে গেলে হতাহতের এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকার। তিনি বলেন, নিহতদের মধ্যে চারজন সামরিক বাহিনীর সদস্য এবং দু’জন গাড়িচালক।

দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর মন্ত্রী আকার বলেন, যান্ত্রিক ত্রুটি ও ব্রেক বিকল হয়ে যাওয়ায় গাড়িটি উল্টে গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তে দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে মন্তব্য করেন তিনি।

মন্ত্রী হুলুসি আকার বলেন, আহত সৈন্যদের স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়েছে। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। সূত্র: রয়টার্স।

ওডি/

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড