• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

সন্তানকে হত্যার পর থানায় গিয়ে বৃদ্ধ বললেন, 'উপায় ছিল না'

  আন্তর্জাতিক ডেস্ক

২৭ জুলাই ২০২০, ১৫:০৩
সন্তানকে হত্যার পর থানায় গিয়ে বৃদ্ধ বললেন, 'উপায় ছিল না'
সন্তানকে হত্যায় অভিযুক্ত বৃদ্ধ বাবা (ছবি : দ্য হিন্দু)

মদ্যপ ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মধ্য রাতে তাকে হত্যার পর পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন এক বৃদ্ধ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের জলপাইগুড়ি শহরের পশ্চিম অরবিন্দ নগর এলাকায়। এরই মধ্যে সন্তানকে হত্যার অভিযোগে বৃদ্ধটিকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

জলপাইগুড়ির অরবিন্দনগরের ৭৩ বছরের বৃদ্ধ অনিল দেবনাথ। পেশায় সবজি বিক্রেতা।

প্রতিবেশীরা জানান, বৃদ্ধের ছেলেটি মদ্যপ এবং তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অন্যায়ের অভিযোগ রয়েছে। প্রায় দিনই মদ খেয়ে বাড়ি ফিরে সে নিজের বাবা, মা, স্ত্রী ও সন্তানের ওপর অত্যাচার করত।

পরিবারের সদস্যরা বিভিন্নভাবে ওই যুবককে বোঝানোর চেষ্টা করেছিল। তবে এতে কোনো কাজের কাজ হয়নি বরং তার অত্যাচারের মাত্রা দিনদিন বেড়েই যাচ্ছিল।

এমন পরিস্থিতিতে রবিবার (২৬ জুলাই) দিবাগত রাতে চুপিসারে ঘুমন্ত ছেলের কাছে যান অনিল দেবনাথ। এ সময় ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে নিজের ছেলেকে হত্যা করেন তিনি। এরপর ভোর হতেই হাজির হন থানায়। সম্পূর্ণ বিষয়টি জানার পর ওই বৃদ্ধকে গ্রেপ্তার করে পুলিশ।

আরও পড়ুন : চীনের রক্তচাপ বাড়াতে আজই ভয়ঙ্কর রাফাল যুদ্ধবিমান আনছে ভারত

পুলিশকে ওই বৃদ্ধ জানিয়েছেন, কাজটা আসলে ঠিক করিনি কিন্তু কোনো উপায় ছিল না। যদিও পুলিশ এরই মধ্যে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। এবার ঘটনার পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। সোমবার (২৭ জুলাই) আজ বৃদ্ধকে আদালতে তোলার কথা রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড