• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনায় মৃত্যুর সংখ্যা সাড়ে ৬ লাখ ছাড়াল

  আন্তর্জাতিক ডেস্ক

২৭ জুলাই ২০২০, ১৩:২৪
করোনা ভাইরাসে নিহত ব্যক্তি
করোনা ভাইরাসে নিহত ব্যক্তি (ছবি : সংগৃহীত)

কোভিড-১৯ মহামারীতে মৃত্যু থামছে না কিছুতেই। এরইমধ্যে মৃত্যুর সংখ্যা সাড়ে ৬ লাখ ছাড়িয়ে গেছে। আক্রান্ত ছাড়িয়ে গেছে ১ কোটি ৬৪ লাখ।

করোনায় আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার বেলা ১১ টা ৫০ মিনিট পর্যন্ত করোনায় বিশ্বে মৃত্যু ৬ লাখ ৫২ হাজার ছাড়িয়ে গেছে। আক্রান্ত শনাক্ত হয়েছেন ১ কোটি ৬৪ লাখ ২৪ হাজার ২১। সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৫২ হাজার ৬৭৩ জন।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে প্রায় ৪৩ লাখ ৭২ হাজার রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন প্রায় দেড় লাখ মার্কিনি।

আক্রান্তে এবং মৃতের তালিকায় দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। দেশটিতে ২৪ লাখ ২০ হাজার রোগী শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত মারা গেছেন ৮৭ হাজারের বেশি।

আক্রান্তে তৃতীয় স্থানে আছে ভারত। দেশটিতে ১৪ লাখ ৩৭ হাজারের মতো শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন প্রায় ৩৩ হাজার মানুষ। মৃতের হিসাবে অবশ্য ষষ্ঠ স্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশটি।

যুক্তরাজ্য ৪৫ হাজার ৭৫২ মৃত্যু নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে যদিও দেশটিতে আক্রান্তের সংখ্যা প্রায় তিন লাখ। আর ৪৩ হাজার ৬৮০ জনের মৃত্যু নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে মেক্সিকো; দেশটিতে আক্রান্ত প্রায় চার লাখ। এছাড়া ৩৫ হাজারের মতো মৃত্যু নিয়ে পঞ্চম স্থানে থাকা ইতালিতে আক্রান্ত আড়াই লাখের কম।

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড