• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফিলিস্তিনের আরও দুই এমপিকে আটক করল ইসরায়েল

  আন্তর্জাতিক ডেস্ক

২৭ জুলাই ২০২০, ১২:৫৬
ফিলিস্তিনের আরও দুই এমপিকে আটক করল ইসরায়েল
নিরস্ত্র ফিলিস্তিনিদের আটক করছে ইসরায়েলি সেনারা (ছবি : পার্স টুডে)

মধ্যপ্রাচ্যের নির্যাতিত রাষ্ট্র ফিলিস্তিনের আরও ‍দুই এমপিকে আটক করেছে দখলদার রাষ্ট্র হিসেবে পরিচিত ইসরায়েল। এর আগে আরও কয়েকজন আইন প্রণেতাকে আটক করেছিল ইহুদি সেনারা।

লেবাননভিত্তিক সংবাদমাধ্যম আল-আহাদ জানিয়েছে, রবিবার (২৬ জুলাই) পশ্চিম তীরের আল-খলিল (হেবরন) শহরে একদল ইসরায়েলি সেনা হানা দেয়। এ সময় ফিলিস্তিনের দুই সংসদ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

এবার আটককৃত ফিলিস্তিনি সংসদ সদস্যরা হলেন- হাতাম কাফিশা ও নায়েফ রাজুব। তারা ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে বিভিন্ন সময় মুখ খুলেছিলেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, বর্তমানে এ নিয়ে ইসরায়েলের কারাগারে ফিলিস্তিনের ৯ জন সংসদ সদস্য আটক রয়েছেন।

বিশ্লেষকদের মতে, ইসরায়েলি বাহিনী প্রায় প্রতিদিনই ফিলিস্তিনের বিভিন্ন অঞ্চলে হানা দিয়ে নিরস্ত্র ফিলিস্তিনিদের আটক করছে।

আরও পড়ুন : শিগগিরই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পাচ্ছে রাশিয়া, উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র

বর্তমানে ইহুদিদের কারাগারে প্রায় পাঁচ হাজার ফিলিস্তিনি নাগরিক আটক রয়েছেন। এর মধ্যে আড়াইশ’ শিশু ও ৪৭ জন নারী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড