• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভয়াবহ বিস্ফোরণে উড়ে গেল বাগদাদ পুলিশের অস্ত্রাগার (ভিডিও)

  আন্তর্জাতিক ডেস্ক

২৭ জুলাই ২০২০, ১০:২৭
ভয়াবহ বিস্ফোরণে উড়ে গেল বাগদাদ পুলিশের অস্ত্রাগার (ভিডিও)
বিস্ফোরণের শিকার বাগদাদ পুলিশের অস্ত্রাগার (ছবি : প্রতীকী)

ইরাকের রাজধানী বাগদাদে পুলিশ বাহিনীর জন্য তৈরি অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার (২৬ জুলাই) দিবাগত রাতে বিস্ফোরণের ফলে ফেডারেল পুলিশের অস্ত্রাগারটি উড়ে যায়।

ইরাকি সেনাবাহিনী বিবৃতির মাধ্যমে বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছে। সেখানে বলা হয়, প্রচণ্ড তাপমাত্রা এবং দুর্বল গুদামজাতের কারণেই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডটি ঘটনা ঘটেছে।

আরব নিউজ জানিয়েছে, এদিন সন্ধ্যার পর থেকেই বাগদাদের ওই অঞ্চলে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, ওই অস্ত্রাগার সেনা ঘাঁটির একটি অংশ, যা পুলিশ ও প্যারা মিলিটারি বাহিনী উভয়ই ব্যবহার করে থাকে।

এর আগে গত বছরের আগস্টেও ওই একই অস্ত্রাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সে সময় অগ্নিকাণ্ড থেকে বিস্ফোরণের শব্দ পুরো বাগদাদ জুড়েই শোনা গিয়েছিল।

ভয়াবহ সেই দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে আরও ২৯ জন। তবে রোববারের বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন : আফগানিস্তানে সরকারি বিমান হামলার নিন্দা জানাল যুক্তরাষ্ট্র

ইরাকের প্যারা মিলিটারি ফোর্স গত বছর একের পর এক বিস্ফোরণের ঘটনার দায় চাপিয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উপর। কারণ সে সময় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছিল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড