• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

সামরিক শক্তি বাড়াতে কাতারকে সহযোগিতার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

  আন্তর্জাতিক ডেস্ক

২৭ জুলাই ২০২০, ০৯:২৭
সামরিক শক্তি বাড়াতে কাতারকে সহযোগিতার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
মার্কিন সেনাবাহিনী (ছবি : প্রতীকী)

সামরিক সক্ষমতা বাড়াতে এবার পারস্য উপসাগরীয় দেশ কাতারকে সহযোগিতার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। রবিবার (২৬ জুলাই) কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে একান্ত সাক্ষাতে প্রস্তাবটি দেন মার্কিন সামরিক বাহিনী প্রধান মার্ক মিলি।

আল-জাজিরার প্রতিবেদনে জানান হয়, মার্ক মিলি ইউএস জয়েন্ট চিফস অব স্টাফের বর্তমান চেয়ারম্যান। এবার রাজধানী দোহায় আয়োজিত বিশেষ ওই বৈঠকটির বিষয়ে কাতারের আমিরের দপ্তর থেকে পাঠানো বিবৃতির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, গুরুত্বপূর্ণ সেই বৈঠকে প্রতিরক্ষা, সামরিক ও নিরাপত্তা খাতে দুই দেশের কৌশলগত সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। এ সময় সামরিক সক্ষমতার দিক থেকে কাতারকে আর উন্নত করার জন্য যুক্তরাষ্ট্র সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত বলে জানান মার্ক মিলি।

তাছাড়া মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়েও তাদের মধ্যে কথা হয়।

আরও পড়ুন : ইসরায়েলের শক্তিশালী ড্রোন ভূপাতিত করল লেবানন (ভিডিও)

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি কাতারে। দেশটির আল উদেইদ বিমানঘাঁটিতে প্রায় ১৩ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এ ঘাঁটিকে ইরাক ও সিরিয়ায় আইএস-বিরোধী মার্কিন অভিযানের সেন্ট্রাল কমান্ড হিসেবে ব্যবহার করে যুক্তরাষ্ট্র।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড