• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

সুদানে বন্দুকধারীদের গুলিতে নিহত ২০

  আন্তর্জাতিক ডেস্ক

২৬ জুলাই ২০২০, ১৫:৪৯
সুদানে বন্দুকধারীদের গুলিতে নিহত ২০
সুদানে বন্দুক হাতে সন্ত্রাসী (ছবি : প্রতীকী)

সুদানের সাউথ দারফুর রাজ্যের একটি গ্রামে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় অন্তত ২০ জনের প্রাণহানি ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন ২২ জন। এলাকাটি দক্ষিণ দারফুরের রাজধানী নিয়ালা থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে অবস্থিত। এবার হামলাকারীরা ঘোড়া ও উটে চড়ে এসেছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী ও স্থানীয় গোত্র প্রধান।

নিজেকে নিমর বলে পরিচয় দেওয়া স্থানীয় এক নেতা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, শনিবার (২৫ জুলাই) ঘোড়া ও উটে চড়ে আসা হামলাকারীরা উম দস এলাকায় গ্রামবাসীদের ওপর নির্বিচার গুলি চালিয়েছে।

একজন প্রত্যক্ষদর্শী বলেন, কয়েক বছর আগে মিলিশিয়ারা হামলা চালিয়ে আমাদের জমিগুলো দখল করে নেয় আর এখন তারা আমাদের বাড়ি ও খামার থেকে আমাদের তাড়িয়ে দিতে চাইছে। কোথায় সরকার? কেন তারা আমাদের রক্ষা করতে আসে না?

আরও পড়ুন : মার্কিন বাহিনীর বিরুদ্ধে মামলা করবেন ইরানের বিমান যাত্রীরা

সম্প্রতি আগে উত্তর দারফুরেও অজ্ঞাত মিলিশিয়ারা প্রাণঘাতী হামলা চালিয়েছিল। তাদের হামলার মুখে কর্তৃপক্ষ ১৩ জুলাই ওই রাজ্যের সহিংসতা কবলিত এলাকাগুলোতে জরুরি অবস্থা জারি করতে বাধ্য হয়। যা এখন বলবত আছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড