• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

কিমের দেশকে ১০ লাখ ডলারের সহায়তা দিচ্ছে ভারত

  আন্তর্জাতিক ডেস্ক

২৬ জুলাই ২০২০, ১৫:২৫
কিমের দেশকে ১০ লাখ ডলারের সহায়তা দিচ্ছে ভারত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং ঊন (ছবি : দ্য হিন্দু)

উত্তর কোরিয়াতে ১০ লাখ ডলার মূল্যমানের চিকিৎসা সহায়তা পাঠাচ্ছে এশিয়ার অন্যতম পরাশক্তি ভারত। রবিবার (২৬ জুলাই) ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড বিষয়টি নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) যক্ষ্মা নিরাময় কর্মসূচির অংশ হিসেবে উত্তর কোরিয়ার দিকে এই সহায়তার হাত বাড়িয়েছে ভারত।

শুক্রবার (২৪ জুলাই) বিবৃতির মাধ্যমে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল, উত্তর কোরিয়াতে চিকিৎসা সামগ্রীর সংকটের ব্যাপারে ভারত সমবেদনা প্রকাশ করছে। তাই দেশটিকে মানবিক সহায়তা হিসেবে ১০ লাখ ডলার সমমূল্যের যক্ষ্মা রোগের ওষুধ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এ দিকে আন্তর্জাতিক কূটনীতিক সূত্রগুলো বলছে, উত্তর কোরিয়ার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার মাধ্যমে ভারত এবার চীনকেও আতঙ্কে থাকার বার্তা দিতে চাচ্ছে।

বিশ্লেষকদের মতে, নরেন্দ্র মোদীর শাসনামলের শুরু থেকেই শি জিন পিংয়ের মিত্র কিম জং উনের দেশের সঙ্গে ভালো কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে এশিয়ার দেশ ভারত।

আরও পড়ুন : মার্কিন বাহিনীর বিরুদ্ধে মামলা করবেন ইরানের বিমান যাত্রীরা

যার ধারাবাহিকতায় ২০১৮ সালে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী জেনারেল ভি কে সিংহকে উত্তর কোরিয়ায় পাঠানো হয়। দীর্ঘ বিশ বছরের মধ্যে সেটাই ছিল প্রথম কোনো ভারতীয় মন্ত্রীর উত্তর কোরিয়া সফর।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড