• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

অবাধে ড্রোন বিক্রি শুরু করছে যুক্তরাষ্ট্র

  আন্তর্জাতিক ডেস্ক

২৬ জুলাই ২০২০, ১৪:৫৮
অবাধে ড্রোন বিক্রি শুরু করছে যুক্তরাষ্ট্র
অত্যাধুনিক ড্রোন হাতে মার্কিন সেনা (ছবি : প্রতীকী)

স্বয়ংক্রিয় আকাশযান বা সশস্ত্র ড্রোন রপ্তানির উপর থেকে এবার নিষেধাজ্ঞা তুলে নিল মার্কিন যুক্তরাষ্ট্র। শনিবার (২৫ জুলাই) হোয়াইট হাউসের পক্ষ থেকে বিবৃতির মাধ্যমে জানানো হয়, ১৯৮৭ সালে মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিম বা এমটিসিআর থেকে আংশিক সরে যাওয়ায় অনুমতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র চায় তার বন্ধু দেশগুলো যেন তাদের উন্নত প্রযুক্তির লাভের ফল ভোগ করে।

নাম না নিয়ে চীনকে ইঙ্গিত করে হোয়াইট হাউস বলেছে, বিশ্ববাজারে থাবা বসাতে প্রায় তিন দশকের পুরনো এমটিসিআর এর বাইরে থাকা দেশগুলোকে অনৈতিকভাবে সুযোগ করে দিচ্ছে। যা ক্ষতি করছে যুক্তরাষ্ট্রের শিল্পের।

আমাদের বন্ধু দেশগুলোকে সাহায্যের সুযোগেও বাধা হয়ে দাঁড়াচ্ছে এমটিসিআর। সেকারণেই এই পদক্ষেপ। পারমাণবিক অস্ত্র, ক্ষেপণাস্ত্রের মতো স্বয়ংক্রিয় অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞায় রাজি হয়ে এমটিসিআরে স্বাক্ষর করেছিল মোট ৩৫টি দেশ।

তবে ট্রাম্প প্রশাসন এই পদক্ষেপে অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে কাজ করা মানুষদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। কেননা তাদের মতে এর ফলে সারা বিশ্বে অস্ত্রের দৌড় শুরু হয়ে যেতে পারে।

আরও পড়ুন : দেখা গেছে 'ভিনগ্রহী যান'! অপেক্ষা আনুষ্ঠানিক ঘোষণার

যেমন- সিনেটর বব মেন্ডেজের কটাক্ষ, মারণাস্ত্র রপ্তানির অনুমোদন দিয়ে আন্তর্জাতিক রপ্তানি নিয়ন্ত্রণ বিধিকে আরও দুর্বল করে ফেললেন ট্রাম্প।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড