• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

নির্বাচনে জনপ্রিয়তা বাড়াতে ওষুধের দাম কমাল ট্রাম্প 

  আন্তর্জাতিক ডেস্ক

২৫ জুলাই ২০২০, ১৬:১৪
করোনা
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ওষুধের দাম কমানোর লক্ষ্যে চারটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ট্রাম্প এই নির্বাহী আদেশগুলোতে সই করেন। নির্বাচনের আগে নিজের জনপ্রিয়তা বাড়াতে ট্রাম্প এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে বলছেন বিশেষজ্ঞরা।

ট্রাম্প বলেন, চারটি আদেশে আমি আজ স্বাক্ষর করছি যেটা প্রেসক্রিপশন বা বৈধ ওষুধের বাজারকে পুর্নগঠনে সহায়তা করবে। এর ফলে যুক্তরাষ্ট্রে আগের চেয়ে কম মূল্যে ওষুধ পাওয়া যাবে। সেই সাথে সস্তায় বিদেশ থেকে ওষুধ আমদানি করা যাবে।

আরও পড়ুন : ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ছাড়াল

তবে ট্রাম্পের নির্বাহী আদেশের বিরোধীতা করে অনেকেই বলছেন, এতে তেমন একটা প্রভাব পড়বে না। এ নিয়ে ফার্মাসিউটিক্যাল রিসার্চ এন্ড ম্যানুফেকচারার্স অব আমেরিকার পক্ষ থেকে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন একটি বিপজ্জনক নীতি অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছে। এর জন্য ভবিষ্যতে রোগীদের ভুগতে হবে।

আগামী মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যাল কম্পানির পরিচালকের সাথে বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রে উৎপাদিত প্রায় প্রতিটি ঔষধের দাম প্রতিবেশী দেশ কানাডা ও মেক্সিকোর পাশাপাশি ইউরোপের দেশগুলোর চেয়ে বেশি।

ওডি/

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড