• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

আমিই আমার স্বামীকে গুলি করতাম : বিকাশ দুবের স্ত্রী 

  আন্তর্জাতিক ডেস্ক

২৪ জুলাই ২০২০, ১৯:২০
করোনা
ছবি : সংগৃহীত

মাফিয়া ডন বিকাশ দুবের অধ্যায় শেষ হলেও। তার পরেও চলছে সবরকমের তদন্ত। বিকাশ দুবের অপরাধের তদন্ত যেমন চলছে, তেমনই চলছে কোন পরিস্থিতিতে কেন বিকাশকে মারা হল সেই তদন্ত। এবার মুখ খুললেন বিকাশের স্ত্রী রিচা দুবে।

বিকাশ দুবের হাতে আটজন পুলিশকর্মী খুন। তার পর বিকাশ দুবের পুলিশের হাতে ধরা পড়া, এনকাউন্টার। এই গোটা পর্বে একবারো তিনি মিডিয়ার সামনে আসেননি। অবশেষে এলেন। বললেন, আমিই বিকাশকে গুলি করে দিতাম।'

রিচার দাবি, ২ জুলাই যে রাতে বিকাশ পুলিশকর্মীদের উপর হামলা করেন সেদিন তার সঙ্গে স্বামীর কথা হয়েছিল। বিকাশ নিজেই তাকে ফোন করে বাড়ি ছেড়ে পালাতে বলেছিলেন।

আরও পড়ুন : শুধু ভারত নয় পাকিস্তানও সংখ্যালঘুদের ওপর অত্যাচার চালায়

রিচা বলছিলেন, 'ও আমাকে বাচ্চাদের নিয়ে বাড়ি ছাড়তে বলল। আমি বললাম, তুমি আমার সংসার নষ্ট করে দিয়েছ। ও তখনই আমাকে গালিগালাজ করতে শুরু করল। আমি রাগে ফোন ছুঁড়ে ফেলে দিই। এর পর বাচ্চাদের নিয়ে বেরিয়ে পড়ি পায়ে হেঁটে। বিকাশ বলেছিল, ওর সঙ্গে গ্রামের কিছু লোকের ঝামেলা হয়েছে।'

রিচা আরো বলেন, 'আমি পরদিন সকালে বাস স্ট্যান্ডে গিয়ে বিকাশের কাণ্ডের কথা জানতে পারি। তারপর সেখান থেকে লুকিয়ে পালিয়ে যাই। ওর জন্য এতজন পুলিশকর্মীর স্ত্রী বিধবা হল। ওকে ওই সময় হাতের সামনে পেলে আমিই গুলি করে দিতাম। ওকে পাপের শাস্তি পেতেই হত।'

রিচা জানিয়েছেন, দুর্ঘটনায় মাথায় চোট পেয়েছিল বিকাশ। তার পর থেকে সময় সময় উদ্বেগে অস্থির হয়ে যেত সে। সময় মতো ওষুধ না পেলে উত্তেজিত হয়ে যেত। সেই রাতে উত্তেজিত হয়েই বিকাশ পুলিশকর্মীদের উপর হামলা করেছিল বলে মনে করেন রিচা। সূত্র : জি নিউজ।

ওডি/

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড