• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সম্পদ দখল নিয়ে মুখোমুখি তুরস্ক-গ্রিস

  আন্তর্জাতিক ডেস্ক

২৪ জুলাই ২০২০, ১১:৩০
সম্পদ দখল নিয়ে মুখোমুখি তুরস্ক-গ্রিস
তুরস্ক ও গ্রিসের সামরিক সদস্য (ছবি : প্রতীকী)

ভূমধ্যসাগরের তলদেশে খনিজ সম্পদের অনুসন্ধান তৎপরতা ইস্যুতে ইউরোপের মুসলিম রাষ্ট্র তুরস্কের সঙ্গে প্রতিবেশী গ্রিসের উত্তেজনা ক্রমশ বেড়েই চলেছে। গ্রিসের সরকার বলছে, তুরস্ক ভূমধ্যসাগরের পূর্ব অংশে তাদের জলসীমার মধ্যে অনুসন্ধান তৎপরতা চালাচ্ছে। তাই অবিলম্বে এ ধরণের তৎপরতাকে বন্ধের আহ্বান জানিয়েছে এথেন্স।

যদিও তুরস্কের দাবি, তারা নিজস্ব জলসীমার মধ্যেই বৈধভাবে খনিজ সম্পদ অনুসন্ধান তৎপরতা চালাচ্ছে। এর মাধ্যমে অন্য কোনো দেশের জলসীমা লঙ্ঘন করা হয়নি।

তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতির মাধ্যমে গ্রিসের দাবিকে প্রত্যাখ্যান করে বলেছে, গ্রিস আন্তর্জাতিক আইন বিরোধী কথা বলছে। কেননা তাদের এই দাবির কোনো ভিত্তি নেই।

তুরস্কের পেট্রোলিয়াম কোম্পানি সাগরে হাইড্রোকার্বন অনুসন্ধানের তৎপরতা শুরুর পর থেকে দেশ দুটির মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।

আরও পড়ুন : কাশ্মীর ইস্যুতে বাংলাদেশের অবস্থানে সন্তুষ্ট ভারত

ভূমধ্যসাগরের হাইড্রোকার্বন সমৃদ্ধ এলাকার মালিকানা নিয়ে অনেক আগে থেকেই এই রাষ্ট্রগুলোর মধ্যে বিরোধ রয়েছে। অবশ্য সাইপ্রাস ইস্যুতে দ্বিপক্ষীয় বিরোধের শেকড় আরও গভীরে।

সূত্র : পার্সটুডে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড