• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

সীমান্তে ওয়াচ টাওয়ার বানাচ্ছে চীন, উদ্বিগ্ন ভারত

  আন্তর্জাতিক ডেস্ক

২৩ জুলাই ২০২০, ১৪:১৬
সীমান্তে ওয়াচ টাওয়ার বানাচ্ছে চীন, উদ্বিগ্ন ভারত
লাদাখ সীমান্তে চীনের তৈরি ওয়াচ টাওয়ার (ছবি : দ্য হিন্দু)

ভারতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠকের পরও সীমান্তের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার বিতর্কিত স্থান থেকে সেনা সদস্যদের সরিয়ে নিচ্ছে না এশিয়ার পরাশক্তি খ্যাত চীন। এমনকি লাদাখ সীমান্তে একের পর এক ওয়াচ টাওয়ারও বানিয়ে যাচ্ছে চীনের সেনাবাহিনী। বৃহস্পতিবার (২৩ জুলাই) নয়াদিল্লির বরাতে এমনটাই জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই।

প্রতিবেদনে বলা হয়, অথচ বেশ কয়েকবার দ্বিপাক্ষিক বৈঠকের পর পূর্ব লাদাখ সীমান্তের বিতর্কিত অঞ্চলগুলো থেকে সেনা সরানোর ব্যাপারে রাজি হয়েছিল বেইজিং। কিন্তু বেশ কয়েকদিন পার হওয়ার পর সেনা প্রত্যাহারের পরিবর্তে উলটো শক্ত ঘাটি তৈরি করতে শুরু করেছে চীনা সেনাবাহিনী।

ভারত সরকারের একটি গোপন প্রতিবেদনের বরাতে সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, লাদাখের গোগরা এবং হটস্প্রিং এলাকায় এখনো ভারতীয় সীমানার মধ্যেই চীনের সেনারা অবস্থান করছে। এমনকি যে প্যাংগং লেক নিয়ে এতো বিতর্ক সেই লেকের ফিঙ্গার ৫ পয়েন্ট থেকে এখনো সরেনি চীনা বাহিনী। তাই ফিঙ্গার ৪ থেকে ফিঙ্গার ৮ পর্যন্ত এখনো যেতে পারেনি ভারতীয় সেনারা।

চীনের এই পদক্ষেপ কোনো আশ্চর্যের বিষয় নয় বলেই মনে করছেন ভারতের শীর্ষ স্থানীয় সামরিক কর্মকর্তারা।

আরও পড়ুন : চীনকে দমাতে বিশেষ ড্রোন হাতে মাঠে ভারতীয় সেনারা

তাদের দাবি, ভারতকে 'শায়েস্তা' করতেই এখনো লাদাখে নিজেদের সেনা বহর রেখেছে চীন। তবে চীনকে পাল্টা জবাব দিতে নতুন করে প্রস্তুত নিচ্ছে ভারতও। অতীত থেকে শিক্ষা নিয়েই ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করছে ভারতীয় সেনারা।

সূত্র : পিটিআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড