• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্লা দিয়ে চীনের মঙ্গল যাত্রা শুরু (ভিডিও)

  আন্তর্জাতিক ডেস্ক

২৩ জুলাই ২০২০, ১২:০০
যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্লা দিয়ে চীনের মঙ্গল যাত্রা শুরু (ভিডিও)
মঙ্গলগ্রহের দিকে যাত্রা শুরু করেছে চীনের মহাকাশ যান (ছবি : সিনহুয়া)

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্লা দিয়ে মহাকাশে নিজেদের আধিপত্য বৃদ্ধির লক্ষ্যে এবার মঙ্গল গ্রহের উদ্দেশ্যে মহাকাশযান উৎক্ষেপণ করেছে চীন। বৃহস্পতিবার (২৩ জুলাই) চীন তার দক্ষিণাঞ্চলের হাইনান দ্বীপ থেকে তিয়ানওয়েন-১ নামের মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। চীনের মহাকাশযানটিতে রয়েছে একটি অরবিটার, ল্যান্ডার এবং রোভার।

চীনা ভাষায় তিয়ানওয়েন এর অর্থ হলো, 'স্বর্গীয় সত্যের সন্ধান'। চীনা মহাকাশযানটি প্রথমে মঙ্গলের কক্ষপথে ঘুরবে। তারপর সেখান থেকে একটি রোভার যান অবতরণ করবে মরিচা রঙের ওই গ্রহে। এবার রোভারটিকে মূলত মঙ্গলের মাটির প্রকৃতি, গ্রহের ভৌগলিক গঠন, আবহাওয়া, বায়ুমণ্ডল এবং পানির উৎস সন্ধানের জন্য পাঠানো হয়েছে।

এ দিকে মার্কিন মহাকাশ সংস্থা-নাসা চলতি মাসের ৩০ তারিখে তাদের প্রিজারভেন্স নামক মঙ্গলযান উৎক্ষেপণ করবে বলে জানিয়েছে। দুই দেশের উৎক্ষেপিত মহাকাশযানই ২০২১ সালের ফেব্রুয়ারি নাগাদ মঙ্গলে পোঁছাবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন : চীনে খ্রিস্টান ধর্ম নিয়ে টানাটানি, যিশুর স্থান নিচ্ছেন প্রেসিডেন্ট!

উল্লেখ্য, সবকিছু ঠিক থাকলে প্রিজারভেন্সের মাধ্যমে মঙ্গলের বুকে সপ্তম মহাকাশযান অবতরণের সফলতা অর্জন করবে নাসা। আর একইসঙ্গে আসবে চতুর্থতম রোভার যান অবতরণের সাফল্য।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড