• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

চীনে খ্রিস্টান ধর্ম নিয়ে টানাটানি, যিশুর স্থান নিচ্ছেন প্রেসিডেন্ট!

  আন্তর্জাতিক ডেস্ক

২৩ জুলাই ২০২০, ০৯:০৩
চীনে খ্রিস্টান ধর্ম নিয়ে টানাটানি, যিশুর স্থান নিচ্ছেন প্রেসিডেন্ট!
চীনে খ্রিস্টান ধর্ম নিয়ে টানাটানি, যিশুর স্থান চান জিনপিং! (ছবি : প্রতীকী)

আবারও সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ উঠেছে এশিয়ার পরাশক্তি চীনের বিরুদ্ধে। দেশটির গির্জাগুলোকে সরকারের আজব নির্দেশনা পাঠানোর অভিযোগ রয়েছে। বেইজিং সরকার জানিয়েছে, নির্দিষ্ট কয়েকটি প্রদেশের সকল গির্জার ক্রসগুলোকে ভেঙে ফেলতে হবে। এমনকি রাখা যাবে না যিশুর কোনো ছবিও।

এবার শুধু গির্জাতেই নয়, সেখানকার খ্রিস্টান ধর্মাবলম্বীরা নিজেদের বাড়িতে যিশুর কোনো ছবি রাখতে পারবেন না বলে নির্দেশনা দিয়েছে বেইজিং প্রশাসন।

সম্প্রতি আনহুই, জিয়াংসু, হুবেই ও ঝেজিয়াং প্রদেশের প্রশাসনিক কর্মকর্তারা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নির্দেশে নির্দেশনাটি জারি করেছেন। বুধবার (২২ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম রেডিও ফ্রি এশিয়ার প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রের শয়তানি বন্ধে প্রতিবেশীদের পাশে চায় ইরান

প্রতিবেদনে জানানো হয়, সরকারি নির্দেশনা পাওয়া মাত্রই ওই সব প্রদেশের গির্জাগুলোতে রাখা ক্রস নামিয়ে নষ্ট করে ফেলা হয়েছে। এমনকি সেখানকার খ্রিস্টান ধর্মাবলম্বীদের বাড়ি থেকে যিশুর ছবি সরিয়ে ফেলা হচ্ছে। কেননা এর বদলে তাদের চীনা কমিউনিস্ট পার্টির নেতাদের ছবি রাখতে হবে।

সূত্র : ডেইলি মেইল, ইন্ডিয়া টুডে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড