• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

মিশরে সেনা অভিযানে ১৮ জঙ্গির প্রাণহানি

  আন্তর্জাতিক ডেস্ক

২২ জুলাই ২০২০, ১৫:৫৬
মিশরে সেনা অভিযানে ১৮ জঙ্গির প্রাণহানি
মিশরে সেনা অভিযান চলছে (ছবি : রয়টার্স)

মিশরের নর্থ সিনাই অঞ্চলে আকাশ ও স্থল পথে হামলা চালিয়েছে সেনাবাহিনী। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত ১৮ সন্দেহভাজন জঙ্গিকে হত্যা করেছে বলে দাবি তাদের।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, অঞ্চলটিতে দীর্ঘদিন যাবত চলমান বিদ্রোহ দমনের অংশ হিসেবে মঙ্গলবার (২১ জুলাই) সেনাবাহিনী অভিযানটি চালায়।

বিবৃতির মাধ্যমে সেনাবাহিনী জানায়, মিশরের বাইর আল-আবেদ শহরে তাদের সদস্যরা তাকিফিরি সন্ত্রাসীদের একটি হামলা প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। বিমানবাহিনীর সহযোগিতায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা সন্ত্রাসীদের ধাওয়া করে এবং ১৮ জনকে হত্যা করে।

এ সময়ে দুই সেনা সদস্য নিহত এবং আরও চারজন গুরুতরভাবে আহত হন। এছাড়া সেনা সদস্যরা বিস্ফোরক ভর্তি তিনটিসহ চারটি গাড়ি ধ্বংস করতে সক্ষম হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।

আরও পড়ুন : বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা দেড় কোটি ছাড়িয়েছে

উল্লেখ্য, নর্থ সিনাইয়ের রাজধানী আল আরিশ থেকে ৮০ কিলোমিটার পশ্চিমে বাইর আল আবেদ শহরে নানা সময়ে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। জঙ্গি গ্রুপ ইসলামিক স্টেট এসব হামলার দায়িত্বও স্বীকার করে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড